ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভারত-নিউজিল্যান্ড শেষ টেস্ট শুরু আজ

প্রকাশিত: ০৫:০৩, ৮ অক্টোবর ২০১৬

ভারত-নিউজিল্যান্ড শেষ টেস্ট শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্দোরে আজ থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড তৃতীয় ও শেষ টেস্ট। টানা দুই জয়ের পথে প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে কার্যত উড়িয়ে দিয়ে এরই মধ্যে সিরিজ (২-০) নিশ্চিত করেছে বিরাট কোহলির দল। পুনরুদ্ধার করেছে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান। সুতরাং একতরফা সিরিজে এই ম্যাচের আকর্ষণ বলতে গৌতম গাম্ভীর! ইন্ডিয়ান ম্যানেজমেন্টের ইঙ্গিত ক্ল্যাসিক্যাল ওপেনারের দীর্ঘ দুই বছর পর দলে ফেরাটা প্রায় নিশ্চিত। ‘গাম্ভীরের মান নিয়ে প্রশ্ন নেই। দলের বাইরে থাকলেও এ সময় ও দিল্লী এবং আইপিএলে কেকেআরের হয়ে পারফর্ম করেছে। এরপর সুযোগ পেয়েই দুলীপ ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় জায়গা করে নিয়েছে। তাও আবার গোলাপি বলের বিরুদ্ধে, যাতে অনেক প্রতিষ্ঠিত ব্যাটসম্যানও স্বচ্ছন্দ নয়। এটা অবশ্যই পজেটিভ।’ বলেন ভারতীয় ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার। লোকেশ রাহুল ও শিখর ধাওয়ান ইনজুরিতে। ওপেনিংয়ে মুরলি বিজয় একা হয়ে পড়েছেন। যদিও স্কোয়াডে করুণ নায়ারকে ডাকা হয়েছে। তবে ঘরোয়া পারফর্মেন্স ও অভিজ্ঞতার বিচারে গাম্ভীরের প্রত্যাবর্তনের সম্ভাবনা প্রবল। বাঙ্গার আরও যোগ করেন, ‘রাহুল ও ধাওয়ানের চোট গাম্ভীরকে জায়গা করে দিয়েছে। কারণটা অবশ্যই স্পিনের বিপক্ষে ওর অতীত পারফর্মেন্স। গাম্ভীর দেশের মাটিতে আসন্ন সিরিজগুলোতে টপ-অর্ডারে গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠতেই পারে।’ ২০১৪’র আগস্টে কেনিংটন ওভালে প্রথম ইনিংসে ০ ও দ্বিতীয় ইনিংসে ৩ রান করার পর গাম্ভীরকে বনবাসে পাঠিয়ে দেয়া হয়। তুখোড় সব ব্যাটসম্যানে ঠাসা দলে ফেরাটা সহজ নয়, তবে হাল ছাড়েননি। গাম্ভীর বারবারই বলে এসেছেন, পরিশ্রমের মূল্য তিনি পাবেনই। সম্প্রতি গোলাপি বলে, ঘরোয়া দিবারাত্রির দুলীপ ট্রফিতে টানা চার ইনিংসে ৭৭, ৯০, ৫৯ ও ৯৪ রানের দুর্দান্ত ইনিংস উপহার দিয়ে দাবি জোরালো করে তোলেন। দুই বছর দম বন্ধ করা লড়াইয়ের পর আলোর রেখা দেখছেন। গাম্ভীর তাই উচ্ছ্বাসটা গোপন করতে পারেননি, ‘ঠিক অভিষেকের মতো অনভূতি হচ্ছে।’ দলে ডাক পাওয়ার পর বলেছিলেন ৩৪ বছর বয়সী। ৫৬ টেস্টে ৪৬ গড়ে গাম্ভীরের মোট রান ৪,০৪৬। সেঞ্চুরি ৯টি। এই ম্যাচ দিয়ে ইন্দোরের হোলকার স্টেডিয়ামের টেস্ট অভিষেক হতে যাচ্ছে। তাই সিরিজ ফয়সালা হয়ে গেলেও মাঠে দর্শক আসবে বলে আশাবাদী মধ্যপ্রদেশ ক্রিকেট এ্যাসোসিয়েশন। গত কয়েকদিন বৃষ্টি, তবু পেসারদের খুশি হওয়ার কারণ নেই। ভারতীয় ব্যাটিং কোচ বলেন, ‘সবে অক্টোবরের শুরু। শীত আসতে এখনও দেরি আছে। মনে হয় না পেসাররা খুব একটা সুবিধা পাবে। সিরিজের স্কোরলাইন যাই হোক, আমাদের লক্ষ্য ম্যাচ জিতে মাঠ ছাড়া।’ গাম্ভীরের মন্তব্য তো আরও আক্রমনাত্মক। ভারত টেস্ট অধিনায়ক বলেন, ‘আমার কাছে র‌্যাঙ্কিং হলো ইন্সেন্টিভিরের (উদ্দীপনা) মতো। মাঠে ভাল খেললাম, তার উপহার পেলাম। আমি এখনও জানি না এক নম্বরের সঙ্গে বাকিদের পয়েন্টের তফাত কতটা! শীর্ষে উঠেছি বলে ভাববেন না, ইন্দোরে আমরা গাছাড়া দেব!’ তবে ব্যাট হাতে সুপার কোহলির সময়টা ভাল যাচ্ছে না। সেই ওয়েস্ট ইন্ডিজ সফরে একটা ডাবল সেঞ্চুরি বাদ দিলে বড্ড ম্লান। তবে এ নিয়ে চিন্তিত নন ব্যাটিং কোচ। বাঙ্গার বলেন, ‘এই সিরিজে কলকাতায় এক পর্যায়ে আমাদের স্কোর ৪৫/৪ হয়ে গিয়েছিল, ওই অবস্থায় ওর ৪৫ রান কম গুরুত্বপূর্ণ নয়। কখনও এমন ছোট ইনিংসও অনেক বড় কিছু। ও সেটাই করছে।’ কানপুরে সিরিজের প্রথম ম্যাচটি ছিল ভারতের ৫০০তম টেস্ট। ঐতিহাসিক আয়োজনে ১৯৭ রানের বড় জয় তুলে নেয় ভারত। দারুণ অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা হন রবীন্দ্র জাদেজা। কলকাতায় দ্বিতীয় টেস্টেও চার দিনেই ১৭৮ রানের জয়ে সিরিজ নিশ্চিত করে স্বাগতিকরা। অপরাজিত ৫৪ ও ৫৮ রানের ইনিংস খেলে এবার নায়ক ঋদ্ধিমান সাহা। মহেন্দ্র সিং ধোনির আসন দখল করা এই উইকেটরক্ষক ব্যাটসম্যান শেষ সাত ইনিংসে করেছেন ৪০, ৪৭, ১০৭, ০, ৫৪* ও ৫৮* রান! কোহলি, অশ্বিন, মুরলি বিজয়, চেতেশ্বর পূজারার মতো স্পেশালিস্টরা তো আছেনইÑ শেষ টেস্টে কিউইদের সামনে হয়তো আরও বড় বিপদ অপেক্ষা করছে!
×