ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্পেনের বিরুদ্ধে সৌভাগ্যের ড্র ইতালির

প্রকাশিত: ০৫:০২, ৮ অক্টোবর ২০১৬

স্পেনের বিরুদ্ধে সৌভাগ্যের ড্র ইতালির

স্পোর্টস রিপোর্টার ॥ একতরফা প্রাধান্য বিস্তার করে খেলেও প্রতিশোধ নিতে পারল না স্পেন। বিশ্বকাপ বাছাই ফুটবলে ইউরোপীয় অঞ্চলের ‘জি’ গ্রুপের ম্যাচে জয়ের সুযোগ পেয়েও স্বাগতিক ইতালির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে স্প্যানিশরা। বৃহস্পতিবার রাতে তুরিনের জুভেন্টাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সৌভাগ্যের ড্র করে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। জয়ের দেখা পায়নি গ্যারেথ বেলের ওয়েলসও। অস্ট্রিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা। অন্যদিকে জুভেন্টাসের স্ট্রাইকার মারিও মানদুকিচের দুর্দান্ত হ্যাটট্রিকে ক্রোয়েশিয়া ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে কসোভোকে। অন্যান্য ম্যাচে সার্বিয়া ৩-০ গোলে মলদোভাকে, রিপাবলিক অব আয়ারল্যান্ড ১-০ গোলে জর্জিয়াকে, আলবেনিয়া ২-০ গোলে লিচেনস্টেইনকে, ইসরাইল ২-১ গোলে মেসিডোনিয়াকে, আইসল্যান্ড ৩-২ গোলে ফিনল্যান্ডকে পরাজিত করে। তুরস্ক ও ইউক্রেনের মধ্যকার ম্যাচ ২-২ গোলে ড্র হয়। ম্যাচের শুরু থেকেই স্বাগতিক ইতালির ওপর চড়াও হয়ে খেলতে থাকে অতিথি স্পেন। কিন্তু প্রথমার্ধে গোল পায়নি ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। বিরতির পর স্পেন এগিয়ে যায় পেরেজ ভিটোলোর গোলে। কিন্তু শেষ মুহূর্তে অর্থাৎ ৮২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইতালিকে সমতায় ফেরান ড্যানিয়েল ডি রোসি। ম্যাচে ৬৪ ভাগ বলের দখল ছিল স্পেনের । স্পেন শট করে ১৩টি। অন্যদিকে ইতালির শট ছিল মাত্র সাতটি। স্পেন কর্নার পায় ১৩টি। অথচ ইতালি পায় মাত্র দুটি কর্নার। এরপরও জয় পায়নি স্প্যানিশরা। এর ফলে প্রতিশোধ নেয়ার সুবর্ণ সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছে রামোসের দল। মাস তিনেক আগে ইতালির কাছে হেরে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিতে হয়েছিল স্পেনকে। ২-০ গোলের ওই হারের পর পরশু রাতে আবারও ইতালির মুখোমুখি হয়েছিল তারা। কিন্তু বিশ্বকাপ বাছাইপর্বে এগিয়ে গিয়েও স্পেন জিততে পারেনি। তুরিনের জুভেন্টাস স্টেডিয়ামে ম্যাচের বেশিরভাগ সময় প্রাধান্য ছিল স্পেনের। প্রথমার্ধে ৭৭ শতাংশ বলের দখল রেখেও তারা গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে হতাশা ঘুচে গেছে স্প্যানিয়ার্ডদের। ২০১০ বিশ্বচ্যাম্পিয়নদের গোলটার পেছনে অবশ্য জিয়ানলুইজি বুফন সম্পূর্ণ দায়ী। সার্জিও বসকুয়েটসের থ্রু বিপদমুক্ত করতে বক্স ছেড়ে বেরিয়ে আসেন ইতালির গোলরক্ষক। কিন্তু বল চলে যায় তার পায়ের নিচ দিয়ে। ফাঁকা পোস্টে বল পাঠাতে সমস্যা হয়নি ভিটলোর। ৫৫ মিনিটের ওই গোলের পর আরেকটি সুযোগ পেলেও ভিটোলো কাজে লাগাতে পারেননি। তার মূল্যও দিতে হয়েছে স্পেনকে। ৮২ মিনিটে ইতালির স্ট্রাইকার এডারকে ডি বক্সের মধ্যে ফাউল করেন সার্জিও র?ামোস। পেনাল্টি পায় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ড্যানিয়েল ডি রোসির স্পট কিক বুঝতেই পারেননি স্পেনের গোলরক্ষক ডেভিড ডি গিয়া (১-১)। শেষ মুহূর্তে পোস্টের ঠিক সামনে থেকে নেয়া চিরো ইম্মোবিলের শট লক্ষ্যভ্রষ্ট হওয়ায় জয়ের আনন্দে মেতে উঠতে পারেনি ইতালি। তবে জিততে না পারলেও ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত থাকার রেকর্ড ঠিকই অক্ষুণœ রেখেছে আজ্জুরিরা। ইউরোপ থেকে গ্রুপ চ্যাম্পিয়নরা সরাসরি রাশিয়া বিশ্বকাপে অংশ নেয়ার সুযোগ পাবে।
×