ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জামালপুরে সাত কিমি সড়কের জন্য দুর্ভোগ লক্ষাধিক মানুষের

প্রকাশিত: ০৪:১১, ৮ অক্টোবর ২০১৬

জামালপুরে সাত কিমি সড়কের জন্য দুর্ভোগ লক্ষাধিক মানুষের

নিজস্ব সংবাদদাতা জামালপুর, ৭ অক্টোবর ॥ ইসলামপুরের পোড়ারচর থেকে নাপিতেরচর বাজার হয়ে বকশীগঞ্জের নিলীক্ষা পর্যন্ত সাত কিলোমিটার কাঁচা সড়কটি সংস্কারের অভাবে খানা-খন্দক আর কাদা পানিতে ভরপুর। দীর্ঘদিন যাবত ওই সড়কে চলে না কোন যানবাহন। এতে ইসলামপুর থেকে বকশীগঞ্জ যাওয়ার সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং নাপিতেরচর বাজারটিও পুরনো ঐতিহ্য হারাতে বসেছে। সোমবার সকালে সরেজমিন ঘুরে জানা গেছে, ইসলামপুরের পোড়ারচর থেকে নাপিতেরচর বাজার হয়ে বকশীগঞ্জের নিলীক্ষায় পর্যন্ত প্রায় সাত কিলোমিটার কাঁচা সড়ক। পায়ে হাঁটা ছাড়া এপথে যানবাহনের চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এতে ইসলামপুর থেকে নাপিতেরচর বাজার হয়ে বকশীগঞ্জ যাওয়ার সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় দুর্ভোগে পড়েছে লক্ষাধিক মানুষ। এছাড়াও সংযোগ সড়কের বেহাল দশায় গাইবান্ধা ইউনিয়নের ঐতিহ্যবাহী নাপিতেরচর বাজারটিও হারাতে বসেছে তার পুরনো ঐতিহ্য। সেইসঙ্গে সমূহ ক্ষতির সম্মুখীন হয়েছেন বাজারটির সহস্রাধিক ব্যবসায়ী। গাইবান্ধা ইউনিয়নের মালমারা গ্রামের কামরুজ্জামান দোলন বিশ^াস জানান, পোড়ারচর থেকে নাপিতেরচর বাজার হয়ে বকশীগঞ্জের সাজিমারা পর্যন্ত কাঁচা সড়কে প্রায় দশ বছর ধরে কোন সংস্কার কাজ হয় না। ব্যবসায়ী মোহাম্মদ আলী জানান, পোড়ারচর থেকে নাপিতেরচর বাজার পর্যন্ত মাত্র তিন কিলোমিটার সড়ক সংস্কারের অভাবে ইসলামপুর থেকে দোকানের মালামাল ক্রয় করে ছয় কিলোমিটার পথ ঘুরে নাপিতেরচর বাজারে আসতে হয়। আবার মাত্র চার কিলোমিটার দূরত্বের বকশীগঞ্জ যেতে হলে ঝগড়ারচর বাজার হয়ে প্রায় ২০ কিলোমিটার পথ ঘুরতে হয়। নাপিতেরচর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন মুনছন জানান, নাপিতেরচর বাজারটি ইজারা দিয়ে সরকার গত দশ বছরে দেড় কোটি টাকা রাজস্ব আয় করেছে।
×