ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত এক

প্রকাশিত: ০৪:১১, ৮ অক্টোবর ২০১৬

লক্ষ্মীপুরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত এক

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ৭ অক্টোবর ॥ চোর সন্দেহে গণপিটুনিতে আবুল হোসেন (৪০) নামে ডাকাতি মামলার ১৪ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামি নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে জেলার কমলনগর উপজেলার চরকাদিরার সিরাজ মিয়ার বাড়িতে। তার বাড়ি নোয়াখালী জেলার সুদারাম থানার আন্ডারচর গ্রামে। নিহতের পিতার নাম মৃত আব্দুল হক। কমলনগর থানা পুলিশ তাকে গুরুতর রক্তাক্ত যখম সঙ্গাহীন অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণের পর সকাল ১০টার দিকে কর্তব্যরত ডাঃ আনোয়ার হোসেন তাকে মৃত ঘোষণা করেন। ঝালকাঠিতে ডাকাত নিজস্ব সংবাদদাতা ঝালকাঠি থেকে জানান, কাঁঠালিয়ায় বিল সোনাউঠা গ্রামে জনতার হাতে জয়দেব পাইক নামে এক ডাকাত নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত আড়াইটায় এ গ্রামের ফোরকান খানের বাড়িতে একটি ডাকাত দল ডাকাতি করে। এ সময় মোবাইল ফোনের মাধ্যমে গ্রামবাসীর মধ্যে ডাকাতির খবর জানানো হয় এবং কয়েক শ’ মানুষ ডাকাতদের তাড়া করে এবং এদের মধ্যে জয়দেব জনতার হাতে ধরা পড়ে ও গণপিটুনিতে নিহত হয়। জয়দেব পাইক পূর্বভা-ারিয়ার বাবুল পাইকের পুত্র।
×