ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে তুহিন হত্যা মামলা এক বছরেও শেষ হয়নি তদন্ত

প্রকাশিত: ০৪:১১, ৮ অক্টোবর ২০১৬

হবিগঞ্জে তুহিন হত্যা মামলা  এক বছরেও শেষ হয়নি তদন্ত

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৭ অক্টোবর ॥ দীর্ঘ এক বছরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র মুশফিকুর রহমান তুহিন হত্যা মামলার তদন্ত শেষ হয়নি। এরই মধ্যে তিনবার তদন্ত কর্মকর্তা বদল হয়েছে। বর্তমানে মামলাটি সিআইডির তদন্তাধীন রয়েছে। আর আলোচিত এ হত্যাকা-ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবির মধ্য দিয়েই শনিবার তার প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। ফজলুর রহমানের ছেলে মুশফিকুর রহমান তুহিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করে নিজ বাড়িতে থেকে চাকরির সন্ধান করছিলেন। স্থানীয় হাঁসকুড়ি বিলের ইজারা নিয়ে তার সঙ্গে পার্শ¦বর্তী লক্ষ্মীপুর, কুতুবপুর ও নারাচাতল গ্রামের কয়েক ব্যক্তির বিরোধ চলছিল। এরই জের ধরে প্রতিপক্ষের লোকজন গত বছরের ৮ অক্টোবর ভোরে তুহিনের ঘরে ঢুকে তার ওপর হামলা চালায়। ওই বছরেরই ২৭ অক্টোবর মামলাটির তদন্তভার পুলিশের কাছ থেকে নিয়ে সিআইডিকে দেয়া হয়। কিন্তু এক বছরেও মামলাটির তদন্ত শেষ হয়নি। ফলে মামলাটির ভবিষ্যত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাদী। তবে সিআইডি সূত্র জানিয়েছে, খুব শীঘ্র মামলাটির অভিযোগপত্র জমা দেয়া হবে।
×