ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দম্পতি ও শিশুসহ নিহত ১০

প্রকাশিত: ০৪:১০, ৮ অক্টোবর ২০১৬

দম্পতি ও শিশুসহ নিহত ১০

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় বগুড়ায় দম্পতি, পটিয়ায় তিন যাত্রী, সিরাজগঞ্জে ব্যবসায়ীসহ দুই, রূপগঞ্জে যুবক, আমতলীতে বৃদ্ধ ও সাভারে শিশু নিহত হয়েছে। বাঁশখালী আহত হয়েছেন ১৯ যাত্রী। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের- বগুড়া ॥ বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুরের মাঝিরা এলাকায় শুক্রবার বিকেলে সড়ক দুর্ঘটনায় এক দম্পতি। মাঝিরা বাজারের কাছে নিহত হয়েছেন। চালক স্বামী শফিকুল ইসলাম (৩৫) ও তার স্ত্রী মুক্তা বেগম (২৭) মোটরসাইকেল থামিয়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঢাকা থেকে রংপুরগামী একতা বাস তাদের চাপা দেয়ার পর এক চলন্ত টেম্পোকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই স্বামী শফিকুল ইসলাম নিহত ও স্ত্রী মুক্তাকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। টেম্পোর ৪ যাত্রী আহত হয়। তাদের শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। পটিয়া ॥ চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুই ব্যক্তি। নিহতরা হলেন, উপজেলার ছনহরা ইউনিয়নের চাটরা গ্রামের আবদুর রাজ্জাকের পুত্র আবু বক্কর (৫০), রাঙ্গুনিয়া উপজেলার রনবীর তালুকদারের পুত্র সুব্রত তালুকদার (৩০) ও অজ্ঞাতনামা (৪০) একব্যক্তি। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের মনসা চৌমহনী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত হরিণখাইন এলাকার শাখাওয়াত হোসেন (২৭) ও পৌর সদরের আমিরভা-ার এলাকার মোঃ মহিউদ্দিনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, চট্টগ্রাম শহর থেকে বৃহস্পতিবার রাতে যাত্রীবাহী বাস পটিয়ার উদ্দেশে রওনা হয়। দ্রুতগতির বাসটি মনসা চৌমহনী এলাকায় পৌঁছলে মহেন্দ্র একটি গাড়িকে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে একজন মারা যায় এবং অন্য দুজন চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সিরাজগঞ্জ ॥ পৃথক সড়ক দুর্ঘটনায় এক গরু ব্যবসায়ীসহ ২ জন নিহত এবং ৩ জন আহত হয়েছে। নিহত গরু ব্যবসায়ী আব্দুল লতিফ (৪৫) কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার নান্দানিয়া গ্রামের হারেজ উদ্দিনের ছেলে। অপর জনের পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে ঠাকুরগাঁও থেকে কিশোরগঞ্জগামী একটি গরু বোঝাই ট্রাক বগুড়া-নগরবাড়ি মহাসড়কের রায়গঞ্জ উপজেলার দাথিয়া দিঘরে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ৪ জন আহত হলে তাদের উদ্ধার করে বগুড়ার শজিমেক হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে লতিফ মারা যায়। অপর ঘটনায়, দুপুরে সদর উপজেলার খোকশাবাড়িতে সিএনজি অটোরিক্সার চাপায় এক অজ্ঞাত পথচারী নিহত হয়েছেন। রূপগঞ্জ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক চাপায় আলী আকবর (৩৪) নামে যুবক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার বরাব এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে ঘটে এ ঘটনা। নিহত আলী আকবর উপজেলার ভুলতা এলাকার সাইদুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, আলী আকবর একজন নসিমন (শ্যালো মেশিন চালিত) চালক। দুপুর সোয়া ১২টার দিকে বিশ্বরোড থেকে ভুলতার দিকে আসার পথে বরাব এলাকায় পৌঁছামাত্র দ্রুতগামী একটি ট্রাক নসিমনকে ধাক্কা দেয়। এতে করে চালক আলী আকবর ট্রাকে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। আমতলী বরগুনা ॥ আমতলী-পটুয়াখালী সড়কের চুনাখালী কালভার্ট সংলগ্ন স্থানে শুক্রবার সকাল ৯টার দিকে যাত্রীবাহী বাস ও টমটম সংঘর্ষে টমটম যাত্রী সরুবালী প্যাদা (৬৫) নিহত এবং ৩ জন আহত হয়েছে। জানা গেছে, শুক্রবার সকালে যাত্রীবাহী বাস বিসমিল্লাহ পরিবহন পটুয়াখালী থেকে কলাপাড়া যাচ্ছিল। এ সময় চুনাখালী কালভার্ট সংলগ্ন স্থানে সড়কের ওপর অপেক্ষমাণ যাত্রীবাহী টমটমের ওপর দ্রুতগামী বাসটি উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলে টমটম যাত্রী সরুবালী প্যাদার মৃত্যু এবং আঁখিনুর (৬), মোস্তফা (৬০) ও টমটম চালক মাহাবুবুর রহমান (৫৫) গুরুতর আহত হয়েছে। আহতদের সঙ্কটজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। সাভার ॥ আশুলিয়ায় যাত্রীবাহী বাস চাপায় শান্তি বীন আলীম নামের ৫ বছরের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার দুপুরে আশুলিয়া ইউনিয়নের আনোয়ার জং সড়কের দোসাইদ এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, রাস্তা পার হওয়ার সময় সাভার থেকে আব্দুল্লাহপুরগামী ‘আনন্দপুর সুপার পরিবহন’ এর একটি যাত্রীবাহী বাস শিশুটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়। শিশুটি গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানার কিশা হামিদ এলাকার ইয়াছিন মিয়ার ছেলে। সে বাবা-মার সঙ্গে আশুলিয়ার আউকপাড়া এলাকায় হানিফ ম-লের বাসায় থাকত। বাঁশখালী ॥ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পৌরসদরের দক্ষিণ জলদী ফায়ার সার্ভিস স্টেশন এলাকার প্রধান সড়কে যাত্রীবাহী লেগুনা উল্টে খাদে পড়ে শুক্রবার দুপুর ২টার দিকে সংঘটিত এ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১৯ যাত্রী।
×