ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দুই দিনব্যাপী কবি সম্মেলন

প্রকাশিত: ০৪:০৯, ৮ অক্টোবর ২০১৬

দুই দিনব্যাপী কবি সম্মেলন

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ লেখক চক্রের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘উগ্রবাদের বিরুদ্ধে কবিতা’ সেøাগানে শুক্রবার বগুড়ায় দুই দিনব্যাপী কবি সম্মেলন শুরু হয়েছে। বেলা ১১টায় উডবার্ন পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আয়োজিত কবি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি মাকিদ হায়দার। উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কবি আমিনুল ইসলাম। কবি ও প্রাবন্ধিক বজলুল করিম বাহারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেনÑ নুরুল করিম নাসিম, আরিফুল হক, মাহমুদুল আলম নয়ন, সুলতান মাহমুদ খান রনি, সাহাবুদ্দিন সৈকত, জেএম রউফ, আমির খসরু সেলিম, নাহিদ সুলতানা প্রমুখ। মৃৎশিল্পে চিরন্তন ঐতিহ্য স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ‘মৃৎশিল্প আমাদের চিরন্তন ঐতিহ্য’ সেøাগান নিয়ে শুক্রবার উদ্বোধন করা হয়েছে অষ্টম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠান। নগরীর অশ্বিনী কুমার টাউন হলে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে দুইদিনের সম্মেলন, সম্মাননা, প্রদশর্নী, মৃৎশিল্প মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন শিল্পী রফিকুন নবী। জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রাখাল চন্দ্র দে’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি সচিব আক্তারী মমতাজ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক খান আলতাফ হোসেন ভুলু, জেলা প্রশাসক ড. গাজী সাইফুজ্জামান, শিল্পী ড. কাজী মোজাম্মেল হোসেন, লেখক অজয় দাস গুপ্ত প্রমুখ।
×