ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাবিতে প্রতারকচক্র সক্রিয় ॥ পুঁজি ভর্তি পরীক্ষা

প্রকাশিত: ০৪:০৮, ৮ অক্টোবর ২০১৬

রাবিতে প্রতারকচক্র সক্রিয় ॥ পুঁজি ভর্তি  পরীক্ষা

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার দিন যতই ঘনিয়ে আসছে ততই সক্রিয় হয়ে উঠছে জালিয়াত চক্র। বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী মেসগুলোতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে ভর্তির শতভাগ গ্যারান্টিও দেয়া শুরু করেছে তারা। মূলত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তির আশ্বাস দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়াই তাদের লক্ষ্য। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, রাবিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৪-২৭ অক্টোবর। বিশ্ববিদ্যালয়ের ৫৬ বিভাগ ও দুটি ইনস্টিটিউটে চার হাজার ৭১৩টি আসনের বিপরীতে এ বছর আবেদন করেছে এক লাখ ৭৮ হাজার ৯৪৯ শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে ৩৮ শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে। তীব্র এই প্রতিদ্বন্দ্বিতাকে পুঁজি করে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী মেসগুলোতে ফাঁদ পেতেছে একাধিক প্রতারক চক্র। তারা তুলনামূলক কম মেধাবী ভর্তিচ্ছুদের ভর্তি করার নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার ফন্দি আঁটছে।
×