ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালে দু’সহোদরের লাশ দাফন

সৌদিতে দুর্ঘটনায় নিহত

প্রকাশিত: ০৪:০৭, ৮ অক্টোবর ২০১৬

সৌদিতে দুর্ঘটনায় নিহত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত বরিশালের আগৈলঝাড়া উপজেলার সহোদর বাবুল ও শহিদুলের লাশ ১৬দিন পর শুক্রবার দাফন করা হয়েছে। সকাল দশটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দু’ভাইয়ের লাশবাহী দুটি কফিন স্বজনরা গ্রহণ করেন। সূত্রমতে, আগৈলঝাড়ার ছয়গ্রাম এলাকার বাসিন্দা আব্দুল হাকিম হাওলাদারের পুত্র বাবুল ও শহিদুলের লাশ বিকেলে গ্রামের বাড়িতে পৌঁছে। এ সময় নিহতদের বৃদ্ধা মা নুরজাহান বেগম, বাবা, স্ত্রী, সন্তান ও স্বজনদের আহাজারিতে সেখানে শোকাহত পরিবেশ সৃষ্টি হয়। সন্ধ্যায় দু’সহোদরের জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।সৌদি আরবে বসবাসরত নিহতদের স্বজন শাহজালাল মোবাইল ফোনে জানান, বৃহস্পতিবার বিকেলে সৌদি আরবের দাম্মাম শহরের কাতিপ হাসপাতাল চত্বরে বাবুল ও শহিদুলের প্রথম জানাজা শেষে রাতের ফ্লাইটে নিহতদের লাশ বাংলাদেশে পাঠানো হয়। একই দুর্ঘটনায় নিহত অপর চারজনের লাশ পর্যায়ক্রমে দেশে পাঠানো হবে বলেও তিনি জানিয়েছেন। সূত্রমতে, গত ২২ সেপ্টেম্বর মাইক্রোবাসযোগে বাবুল (৪৭) ও তার ছোট ভাই শহিদুল (৩৬)সহ ৭ বাংলাদেশী দাম্মাম থেকে ৩’শ কিলোমিাটার দূরে কাজে যাচ্ছিল। পথিমধ্যে আল জুবাইল-ডাহারান সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই বাবুল ও শহিদুলসহ ছয়জন নিহত ও একজন গুরুতর আহত হয়। নিহতদের মধ্যে পাঁচজনের বাড়ি বরিশাল বিভাগে।
×