ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক মামলা দায়েরের অভিযোগ

প্রকাশিত: ০৪:০৪, ৮ অক্টোবর ২০১৬

ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক মামলা দায়েরের অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ গত বুধবার মামলার ভয় দেখিয়ে ঘুষ নেয়ার অভিযোগে রাজধানীর দারুসসালাম থানার চার পুলিশ প্রত্যাহারের পর এবার চাহিদা মোতাবেক টাকা না পেয়ে এক কাপড় ব্যবসায়ীর বিরুদ্ধে পুলিশের সোর্সের যোগসাজশে মাদকের মামলা দায়েরের অভিযোগ উঠেছে রাজধানীর শেরেবাংলানগর থানার এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। যদিও ওই পুলিশ কর্মকর্তা এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন। বলেছেন, গ্রেফতারকৃত আসামি প্রকৃত পক্ষেই মাদক ব্যবসায়ী। গত ২৪ সেপ্টেম্বর শেরেবাংলানগর থানায় দায়েরকৃত ২২ (৯) ২০১৬ নম্বর মামলার অভিযোগে বলা হয়েছে, আগারগাঁও শিশু মেলার সামনের এক নম্বর গেট থেকে রাত আটটার দিকে সাড়ে ১২শ’ পুরিয়া হেরোইনসহ থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ জাবেদ ওরফে টিপুকে (৩০) গ্রেফতার করেন। জব্দকৃত হেরোইনের দাম আনুমানিক ৮০ হাজার টাকা। উদ্ধারকৃত হেরোইনগুলো বিক্রির জন্য সেখানে অবস্থান করছিল। টিপুর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন শেরেবাংলানগর থানার উপ-পরিদর্শক এসআই মোস্তাফিজুর রহমান। মামলাটির তদন্তকারী কর্মকর্তা শেরেবাংলানগর থানার উপ-পরিদর্শক মোঃ জাবেদ জনকণ্ঠকে বলেন, টিপুকে একদিনের রিমান্ডে পাঠিয়েছিল আদালত। রিমান্ড শেষে আদালত আসামিকে কারাগারে পাঠিয়েছে। তবে তদন্তে টিপুর মাদক সংক্রান্ত কি তথ্য পাওয়া গেছে, সে বিষয়টি তদন্তের স্বার্থে তিনি প্রকাশ করেননি। এদিকে টিপুর স্ত্রী সেলিনা আক্তার পুলিশের বিভিন্নস্তরে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে, তার স্বামী মূলত তৈরি পোশাকের ব্যবসা করেন। রাজধানীর দারুসসালাম থানাধীন দক্ষিণ বিশিলের ৭ নম্বর সড়কে তার ব্যবসা প্রতিষ্ঠান। তিনি স্বামী সন্তান নিয়ে মোহাম্মদপুর থানায় বসবাস করেন। পুলিশের সোর্স তার কাছে একলাখ টাকা চাঁদা দাবি করেছিল। চাঁদা না পেয়ে তার স্বামীকে পুলিশের সোর্স কৌশলে শিশুমেলার সামনে নিয়ে পুলিশ দিয়ে ধরিয়ে দেয়। পরে পুলিশ তার বিরুদ্ধে মাদকের মামলা দায়ের করে। যা একেবারেই সাজানো। স্বামী কারাগারে থাকায় ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে। সংসার চলছে না। তিনি মিথ্যা মামলা থেকে পরিত্রাণ পেতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সহায়তা কামনা করেন।
×