ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ছুটির দিনে স্মার্টকার্ড সংগ্রহে ছিল উপচেপড়া ভিড়

প্রকাশিত: ০৪:০৪, ৮ অক্টোবর ২০১৬

ছুটির দিনে স্মার্টকার্ড সংগ্রহে ছিল উপচেপড়া ভিড়

স্টাফ রিপোর্টার ॥ অন্যদিনের চেয়ে শুক্রবার ছুটির দিন হওয়ায় স্মার্টকার্ড সংগ্রহে ছিল মানুষের উপচেপড়া ভিড়। সকাল থেকেই সাধরণ মানুষ সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে কার্ড সংগ্রহে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে। কার্ড পেতে প্রায় এক থেকে দেড়ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। প্রায় সারাদিনই ভিড় লক্ষ্য করা গেছে। তবে কিছু ভোগান্তি বাদ দিলে প্রায় সবাই এদিন তাদের স্মার্টকার্ড সংগ্রহ করতে পেরেছে। গত ৩ অক্টোবর থেকে স্মার্টকার্ড বিতরণ শুরু করলেও অফিস ও অন্যান্য ব্যস্ততায় রাজধানীর বেশিরভাগ নাগারিক তাদের স্মার্টকার্ড সংগ্রহ করেননি। বেশিরভাগ দিনেই সকালের দিকে কিছুটা ভিড় করলে দুপুরের দিকে কার্ডবিতরণ কেন্দ্র প্রায় ফাঁকা ছিল। তবে এর ব্যতিক্রম ছিল শুক্রবার। ছুিটর দিন থাকায় অনেকেই স্মার্টকার্ড সংগ্রহের জন্য কেন্দ্রে হাজির হয়। এবং লাইন ধরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছেন। শুক্রবার রাজধানীর রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ডের নিউ ইস্কাটন গার্ডেন, সার্কিট হাউস রোড এবং উত্তরা থানার ১ নম্বর ওয়ার্ডে ৯ নম্বর সেক্টরের উত্তরা মডেল টাউন এলাকার লোকজনের মধ্যে স্মার্টকার্ড বিতরণ করা হয়। তবে নির্বাচন কমিশন কর্মকর্তারা আশা করছেন শুক্রবারের মতো আজ শনিবারও প্রায় সবাই তাদের স্মার্টকার্ড সংগ্রহের জন্য ক্যাম্পে আসবে। আজকেও সরকারী ছুটি থাকায় তাদের উপস্থিতি অন্যদিনের চেয়ে অনেক বেশি হবে। আজ শনিবার রমনা থানার মগবাজার এলিফ্যান্ট রোড এলাকার বাসিন্দাদের মধ্যে স্মার্টকার্ড বিতরণ করা হবে। অপরদিকে উত্তরা থানার ৬ নম্বর সেক্টরে উত্তরা মডেল টাউন এলাকার নাগরিকদের মধ্যে স্মার্টকার্ড বিতরণ করা হবে বলে সংশ্লিষ্ট থানা কর্মকর্তারা জানান। অবশ্য সঠিক তথ্য না জানায় শুক্রবারও অনেকে কার্ড সংগ্রহের ভোগান্তির মধ্যে পড়েছে। বিশেষ করে অনেকের কার্ড হারিয়ে যাওয়ায় তারা কার্ড সংগ্রহের জটিলতার মধ্যে পড়েছেন। এ কারণে কার্ড সংগ্রহ করতে না পেরে ফিরে গেছেন। সকাল দিকে দবিরুল ইসলাম নামে এক ব্যক্তি স্মার্টকার্ড সংগ্রহের জন্য লাইনে দাঁড়ান। কিন্তু তার কাছে লেমিনেটিং করা জাতীয় পরিচয়পত্র না থকায় তিনি কার্ড সংগ্রহ করতে পারেননি। তিনি জানান, আমার কার্ডটি হারিয়ে যাওয়ায় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে এসেছি। কিন্তু বিতরণের দায়িত্ব থাকা অপারেটররা ফটোকপি থাকায় আমাকে স্মার্টকার্ড না দিয়ে ফিরিয়ে দিয়েছে। তবে জাতীয় পরিচয়পত্র হারিয়ে যাওয়ায় কিভাবে স্মার্টকার্ড সংগ্রহ করতে হবে তা তিনি জানেন না ফলে পড়েছেন বিপাকে। এ বিষয়ে ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ জানান, অনেকেই ক্যাম্প থেকে কার্ড না পেয়ে ফিরে গেছেন। অনেকেই জিডির কপি নিয়ে আসছেন। যাদের লেমিনেটিং করা জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেছে তাদের স্মার্টকার্ড পেতে হলে অবশ্যই নতুন করে লেমিনেটিং করা কার্ড সংগ্রহ করতে হবে। ফের কার্ড তুলে ক্যাম্পে জমা দিলেই স্মার্টকার্ড পাওয়া যাবে। এজন্য আগারগাঁওয়ের ইসলামিক ফাউন্ডেশনে গিয়ে জিডির কপিসহ পুরনো এনআইডি কার্ড তুলতে আবেদন করতে হবে। এর আগে ব্যাংকে টাকা জমা দিয়ে চালান কপিও সংগ্রহ করতে হবে। থানায় জিডি করে আবেদন করলে একদিনের মধ্যে কার্ড তোলা যাবে। নতুন কার্ড তুলে কেবল ক্যাম্পে এলে স্মার্টকার্ড দেয়া হবে। রমনা থানা নির্বাচন কর্মকর্তা জানান, আগামী ১০ অক্টোবর পর্যন্ত সিদ্ধেশরী গার্লস কলেজ ক্যাম্পের স্মার্টকার্ড বিতরণ করা হবে। এরপরই ২০ নম্বর ওয়ার্ডে স্মার্টকার্ড বিতরণ করা হবে। এজন্য সেগুনবাগিচা হাইস্কুলে বিতরণ ক্যাম্প করা হবে। ২০ নম্বর ওয়ার্ডে ২০ অক্টোবর পর্যন্ত স্মার্টকার্ড বিতরণ করা হবে। এরপরই ২১ অক্টোবর থেকে ২১ নম্বর ওয়ার্ডে স্মার্টকার্ড বিতরণ করা হবে। ২১ নম্বর ওয়ার্ড এলাকায় বিতরণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত উদয়ন উচ্চ বিদ্যালয় ক্যাম্প করা হবে। এ ক্যাম্পে ২৬ অক্টোবর পর্যন্ত কার্ড বিতরণ করা হবে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন মূলত রাজধানীর চারটি ওয়ার্ডে পরীক্ষামূলক বিতরণ কর্মসূচীর পরই অন্যান্য এলাকায় বিতরণ করা হবে। ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তা শাহ আলম বলেন, পরীক্ষামূলক এই বিতরণের অভিজ্ঞতা কাজে লাগিয়ে অন্যান্য এলাকায় বিতরণ করা হবে। তিনি বলেন, প্রথম দিকে কার্ড বিতরণে যেসব সমস্যা দেখা দিয়েছিল তা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। আগামীতে এ সমস্যা থাকবে না। ইসির সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশে ৯ কোটির বেশি ভোটারের হাতে পর্যায়ক্রমে স্মার্টকার্ড বিতরণ করা হবে। এজন্য প্রথমে সিটি কর্পোরেশন পর্যায়ে বিতরণ শেষ হলে জেলা সদর পর্যায়ে স্মার্ট কার্ড বিতরণ শুরু করা হবে। জেলা সদর পর্যায়ে শেষ হলে উপজেলা পর্যায়ে কার্ড বিতরণ করা হবে। আগামী বছরের ডিসেম্বরের মধ্যে সারাদেশে স্মার্টকার্ড বিতরণ সম্পন্ন করা হবে। তারা বলেন, যারা এদেশের নাগরিক এবং যাদের হাতে জাতীয় পরিচয়পত্র রয়েছে সবাইকেই বিনামূলে স্মার্টকার্ড দেয়া হবে।
×