ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বর্বরতার ক্ষমা নেই

প্রকাশিত: ০৩:৫২, ৮ অক্টোবর ২০১৬

বর্বরতার ক্ষমা নেই

চাঁপাইনবাবগঞ্জের স্কুলছাত্রী কণিকা ঘোষ, ঢাকার সুরাইয়া আক্তার রিশা ও মাদারীপুরের নিতু মণ্ডলের পর সোমবার সিলেটের খাদিজার ওপর বখাটে ও উত্ত্যক্তকারীর একই ধরনের হামলার ঘটনায় উৎকণ্ঠা বেড়েছে সারাদেশে। এভাবে প্রকাশ্যে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় ক্ষুব্ধ, হতবাক মানুষ। এ ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সারাদেশে। ঘাতকের শাস্তির দাবিতে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। বর্বর, অমানুষিক, নৃশংস এই অপরাধের নিন্দা জানানোর কোন ভাষা নেই। ক্ষমা নেই এই অপরাধের। ঘাতক বদরুল প্রেমে প্রত্যাখ্যাত হয়ে এই বর্বর ঘটনা ঘটিয়েছে বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। ভালবাসা বা প্রেম দুটি মনের সমভাবে বিশ্বাস ও সম্মানের ওপর প্রতিষ্ঠিত একটা সম্পর্ক। এক তরফা বা একক চিন্তা থেকে এটা হয় না। প্রেমে ব্যর্থ হয়ে এই ধরনের নৃশংস ঘটনা ঘটাতে হবে কেন? কেন ভালবাসার মানুষটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নিতে হবে। ঘটনার দিন এমসি কলেজের পুকুরপাড়ে সিলেট সরকারী মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বদরুল। নির্মমতার শিকার খাদিজা এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। ঘটনার পরদিন সঙ্কটাপন্ন অবস্থায় সিলেট থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে আনা হয়। এখানে প্রায় ৬ ঘণ্টার অস্ত্রোপচার করেছেন চিকিৎসকরা। এখনও ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন খাদিজা। তার মাথায় চাপাতির কয়েকটি কোপানোর চিহ্ন রয়েছে। মাথায় আঘাত, তাই এখনও জীবন সংশয়ের আশঙ্কা প্রবল। বিশিষ্টজনরা বলছেন, অপরাধীদের বিচার না হওয়ার কারণেই এমন ঘটনা বাড়ছে। হামলাকারী বদরুলের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায়। সে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি তৃতীয় বর্ষের ছাত্র। পাশাপাশি স্থানীয় একটি বেসরকারী স্কুলে শিক্ষকতা করত। উল্লেখ্য, কয়েক বছর আগে বদরুল খাদিজাদের বাড়িতে লজিং থাকত। ওই সময় বদরুল খাদিজাকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিত। এতে সাড়া দেননি খাদিজা। বিষয়টি সে পরিবারকে জানায়। পরবর্তীতে বদরুলকে তাদের বাড়ি থেকে বের করে দেয়া হয়। এরপরও কলেজে যাওয়া-আসার পথে প্রায়ই খাদিজাকে উত্ত্যক্ত করত। ২০১২ সালেও খাদিজাকে উত্ত্যক্ত করার সময় স্থানীয় ব্যক্তিরা বদরুলকে ধরে পিটুনি দেয়। এই ঘটনার পর বদরুল আরও বেশি বেপরোয়া হয়ে ওঠে। সমাজে অনৈতিক ও কুরুচিপূর্ণ সামাজিক ব্যাধি বাড়ছে। সরকার ইভটিজিং-বখাটেপনা প্রতিরোধে নানামুখী পদক্ষেপ নিয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে পরিস্থিতির তেমন কোন উন্নতি যে হয়নি খাদিজার ঘটনাই প্রমাণ। অবশ্য বছর কয়েক ধরে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানও বখাটেদের উৎপাত পুরোপুরি কমাতে পারেনি। ইভটিজিংয়ের বিষাক্ত ছোবলে এখনও আক্রান্ত হচ্ছে কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রীরা। প্রতিদিনই কোথাও না কোথাও অসহায় মেয়েরা বখাটেদের উত্ত্যক্ত ও বর্বর কায়দায় হত্যা, কখনও বা মারাত্মকভাবে নির্যাতনের শিকার হচ্ছে। এর অবসান জরুরী। বখাটেদের উৎপাত বন্ধে যুগোপযোগী আইন প্রণয়ন ও আইনের কঠোর প্রয়োগ এবং পুলিশী তৎপরতার বিকল্প নেই। স্বস্তির বিষয় ঘাতক বদরুল আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে। দেশবাসী চায় হামলাকারীর বিশেষ ট্রাইব্যুনালে দ্রুত বিচারের ব্যবস্থা করা হোক। শুধু অপরাধীর শাস্তি নিশ্চিত করাই নয়, পাশাপাশি সমাজে নৈতিক ও মানবিক মূল্যবোধের বিকাশও জরুরী। এর জন্য সচেতনতামূলক নানা পদক্ষেপ নেয়া গেলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির সম্ভাবনা কমে আসবে। এই ক্ষেত্রে অভিভাবক ও শিক্ষক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এই জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, নৃশংসতার বিরুদ্ধে ব্যাপক সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার। খাদিজা শীঘ্রই সুস্থ হয়ে উঠুকÑ এটা সবার প্রত্যাশা।
×