ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দক্ষিণ ঢাকায় নির্মিত হবে আধুনিক এক শ’ টয়লেট

প্রকাশিত: ০৩:৫১, ৮ অক্টোবর ২০১৬

দক্ষিণ ঢাকায় নির্মিত হবে আধুনিক এক শ’ টয়লেট

২০১৭ সালের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে এক শ’টি পাবলিক টয়লেট নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। গত বুধবার দুপুরে রাজধানীর বাহাদুর শাহ পার্কে একটি পাবলিক টয়লেটের উদ্বোধন করেন তিনি। সাঈদ খোকন বলেন, নগরবাসীকে একটি পরিকল্পিত স্যানিটেশন ব্যবস্থা উপহার দিতে পাবলিক টয়লেট বাড়ানোর উদ্যোগ নিচ্ছেন তারা। নারী-পুরুষ যাতে আলাদাভাবে চেম্বার, লকার, হ্যান্ড ওয়াশিং, সাওয়ার ব্যবহার করতে পারে- সেজন্য প্রতিটি পাবলিক টয়লেটকে আরও আধুনিক করা হবে বলে জানান ঢাকা দক্ষিণের মেয়র। -স্টাফ রিপোর্টার
×