ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পরিধি বাড়ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের

প্রকাশিত: ০৩:৫১, ৮ অক্টোবর ২০১৬

পরিধি বাড়ছে চট্টগ্রাম মেট্রোপলিটন  পুলিশের

স্টাফ রিপোর্টার ॥ প্রতিষ্ঠার ৩৮ বছর পর নিজেদের পরিধি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। নতুন দুটি জোন এবং আটটি থানা প্রতিষ্ঠার মধ্য দিয়ে তারা তাদের কর্মপরিধি ৫০ বর্গমাইলের যায়গায় এক শ’তে উন্নীত করতে চায়। এজন্য বাড়তি পাঁচ হাজার জনবলের পাশাপাশি জেলার সীতাকু-, হাটহাজারী, পটিয়া এবং বোয়ালখালী থেকে অংশবিশেষ নিয়ে পাঁচটি ও সিএমপির বিদ্যমান থানা ভেঙ্গে আরও তিনটি থানা বাড়ানোর প্রস্তাবনা দিয়েছে পুলিশ সদর দফতরে। ১০ লাখ জনসংখ্যার বন্দরনগরীতে ছয়টি থানা নিয়ে ১৯৭৮ সালের ৩০ নবেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু হয়। ২০০০ সালে ৬টি এবং সর্বশেষ ২০১২ সালে আরও চারটি বাড়িয়ে থানার সংখ্যা করা হয় ১৬টি। কিন্তু আয়তন সেই ৫০ বর্গমাইলই থেকে গেলেও লোকসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ লাখের বেশি। এতে সাধারণ মানুষ আইনী সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) দেবদাস ভট্টাচার্য বলেন, ‘জনবল যদি আরও বাড়ে, পুলিশ ইউনিটের সংখ্যা যদি বাড়ে, থানার সংখ্যা যদি আরও বাড়ানো হয় তাহলে পুলিশ জনগণের আরও কাছাকাছি যেতে পারবে এবং জনগণকে সেবা প্রদান করা পুলিশের পক্ষে আরও সহজ হবে।’ এ অবস্থায় নতুন আটটি থানা বাড়িয়ে ২৪টি করার পরিকল্পনা নিয়েছে সিএমপি। মূলত নগরীর চান্দগাঁও এবং জেলার হাটহাজারী থানার অংশবিশেষ নিয়ে কুয়াইশ থানা, নগরীর বায়েজিদ ও জেলার হাটহাজারীর অংশ নিয়ে ফতেয়াবাদ থানা, নগরীর আকবর শাহ এবং জেলার সীতাকু- থানার অংশ নিয়ে ভাটিয়ারী থানা, নগরীর কর্ণফুলী ও জেলার বোয়ালখালী এবং পটিয়ার অংশ নিয়ে শিকলবাহা থানা করা হবে। গত বছর পুলিশ হেড কোয়ার্টারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য স্বতন্ত্র থানাসহ আরও নতুন চারটি থানার প্রস্তাবনা দিয়েছিল জেলা পুলিশ।
×