ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুর্গাপূজার যত এ্যালবাম

প্রকাশিত: ০৩:৪৭, ৮ অক্টোবর ২০১৬

দুর্গাপূজার যত এ্যালবাম

সাজু আহমেদ ॥ হিন্দু ধর্মাবলম্বীদের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের অডিও প্রযোজনা প্রতিষ্ঠানগুলো বেশ কয়েকটি এ্যালবাম ও গান বাজারে এনেছে। এর মধ্যে রয়েছে সুবীর নন্দীর ‘শারদ প্রাতে প্রণাম মা’তে’, সুমন কল্যাণের ‘সুইসাইড নোট’, ফাহমিদা নবী ও বেলাল খানের ‘অনুভবে’, লিটন শিকদারের ‘বলছি তোমায় মন থেকে’ এবং ন্যান্সির ‘পূজা থেকে’। পূজার কয়েকটি গান ও এ্যালবামের তথ্য নিয়ে এ প্রতিবেদন। সুবীর নন্দীর ‘শারদ প্রাতে প্রণাম মা’ : বাঙালী হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় মহালয়ার অনুষ্ঠান। ‘শারদ প্রাতে প্রণাম মা’তে’-এ রকম গানের কথা নিয়ে সেই মহালয়ার অনুষ্ঠানকে কেন্দ্র করে গান করলেন সুবীর নন্দী। দুর্গাপূজার আনন্দ দ্বিগুণ করতে গানটি বাজারে এনেছে ঈগল মিউজিক। মূলত মহালয়ার মধ্য দিয়েই দেবী দুর্গাকে মর্তে স্বাগত জানানো হয়। ঢাকার একটি স্টুডিওতে ধারণ করা এই গানের কথা লিখেছেন সিনিয়র সাংবাদিক প্রণব সাহা, সুর করেছেন রিপন চৌধুরী ও সঙ্গীতায়োজন করেছেন মধু মুখার্জী। গানটি মহালয়ার দিন থেকে বিভিন্ন মাধ্যমে প্রচার হচ্ছে। এই গান সম্পর্কে সুবীর নন্দী বলেন, গানের কথা, সুর ও সঙ্গীতায়োজন এক কথায় চমৎকার। এবারের দুর্গোৎসবে গানটি বিশেষ মাত্রা যোগ করবে বলে আমি মনে করি। সুমন কল্যাণের ‘সুইসাইড নোট’ : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লেজার ভিশনের ব্যানারে বাজারে এসেছে গায়ক, সুরকার ও সঙ্গীত পরিচালক সুমন কল্যাণের তিন গানের এ্যালবাম ‘সুইসাইড নোট’। এ্যালবামের গানগুলোর শিরোনাম ‘সুইসাইড নোট’, ‘আরও কিছু কবিতা’ এবং ‘আমি চলে গেলে’। গানগুলো লিখেছেন ইমতিয়াজ ইকরাম, সেজুল হোসেন এবং সোমেশ্বর অলি। কণ্ঠ দেয়ার পাশাপাশি গানগুলোর সুর-সঙ্গীত করেছেন সুমন কল্যাণ নিজেই। এ্যালবামটি উৎসর্গ করা হয়েছে সদ্য প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে। এ্যালবামটি প্রসঙ্গে সুমন কল্যাণ বলেন, এটা আমার তৃতীয় একক। শ্রোতারা জানে আমার গানের নিজস্ব একটা ধাঁচ আছে। সেই ধাঁচ বজায় রেখেই গানগুলো করেছি। গীতিকাররাও খুব যতœ নিয়ে গানগুলোর কথা সাজিয়েছেন। আমি চেষ্টা করেছি কথার সঙ্গে সুর ও সঙ্গীতায়োজনের সমন্বয় ঘটাতে। আশা করি গানগুলো শ্রোতাদের মনে ধরবে। ফাহমিদা নবী-বেলাল খানের ‘অনুভবে’ : হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রকাশ হয়েছে সিঙ্গেল ট্রাকের এ্যালবাম ‘অনুভবে’। এতে গান গেয়েছেন দেশের জনপ্রিয় শিল্পী- ফাহমিদা নবী ও এই প্রজন্মের অন্যতম ক্রেজ বেলাল খান। গানের কথা লিখেছেন তরুণ গীতিকবি সজীব শাহরিয়ার। গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন এই সময়ে মেধাবী সঙ্গীত পরিচালক জে কে। দেশের ঐতিহ্যবাহী অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সুরঞ্জলির ব্যানারে এ্যালবামটি প্রকাশ হয়েছে। নতুন এই এ্যালবাম প্রসঙ্গে গীতিকবি সজীব শাহরিয়ার বলেন ‘অনুভবে’ এ্যালবামটি নিয়ে আমি যথেষ্ট আশাবাদী। খুব যতœ নিয়ে এই গানের কথা লিখেছি। আমার অন্য এ্যালবামের মতো এ গানেও শ্রোতারা ভিন্ন আঙ্গিক খুঁজে পাবেন। আর আমাদের দেশের সঙ্গীত জগতের লিজেন্ড ফাহমিদা নবী আপা এবং তরুণ প্রতিভাবান শিল্পী বেলাল খানের কণ্ঠেও গানটি বেশ মানিয়েছে। তাদের মতো শিল্পী আমার লেখা গান গেয়েছেন এ জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। আশা করছি গানটি শ্রোতাদের ভাল লাগবে। লিটন শিকদারের ‘বলছি তোমায় মন থেকে’ : বাগেরহাটের সন্তান লিটন শিকদার। একাধারে ব্যবসায়ী, কবি, গীতিকার ও সমাজসেবক। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে তার নিজ এলাকা বাগেরহাটে ব্যক্তিগত উদ্যোগে বিশ্বের সর্বোচ্চসংখ্যক প্রতিমার ম-প নির্মাণ করে দুর্গাপূজার আয়োজন করে আসছেন। এবার দুর্গাপূজা উপলক্ষে ‘বলছি তোমায় মন থেকে’ নামে তার লেখা গানের একক এ্যালবাম বাজারে এসেছে। এ প্রসঙ্গে লিটন শিকদার বলেন, আমি গত ছয় মাস ধরে গান লিখছি। এ পর্যন্ত আমার লেখা ৫০টির অধিক গানের মধ্যে ১০টি গান নিয়ে ‘বলছি তোমায় মন থেকে’ নামের এ্যালবাম পূজা উপলক্ষে বাজারে এসেছে। দেবু রায়ের গাওয়া এ্যালবামের সব গানের মিউজিক ভিডিও নির্মাণ করছেন এম আর মিজান। আশা করছি এ্যালবামের গান ও মিউজিক ভিডিওগুলো শ্রোতা- দর্শকদের ভাল লাগবে। ন্যান্সির মিউজিক ভিডিও ‘পূজো এলো’ : এদিকে দুর্গাপূজা উপলক্ষে ‘পূজো এলো’ শিরোনামে ন্যান্সির একটি মিউজিক ভিডিওর কাজ সম্প্রতি শেষ হয়েছে। স্নেহাশীষ ঘোষের কথায় গানটির সুর করেছেন মিলন। সঙ্গীতায়োজন করেছেন রেজোয়ান শেখ ও এমএম রনি। ভিডিওচিত্র পরিচালনা করেছেন সৈকত রেজা। কোরিওগ্রাফার ছিলেন আরিফ ও রোহান। ধ্রুব মিউজিক স্টেশনে রেকর্ড হওয়া এ গানের মিউজিক ভিডিওটি অচিরেই প্রকাশ হবে বলে জানা গেছে।
×