ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অসহায়দের জন্য কাজ করব ॥ গুতেরেস

প্রকাশিত: ০৩:৪৬, ৮ অক্টোবর ২০১৬

অসহায়দের জন্য  কাজ করব ॥ গুতেরেস

জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে মনোনীত আন্তেনিও গুতেরেস বলেছেন, বিশ্বের সবচেয়ে অসহায় মানুষের জন্য কাজ করবেন তিনি। পর্তুগালের এই সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, এ পদের জন্য মনোনীত হওয়ায় তিনি ‘কৃতজ্ঞ ও শ্রদ্ধাবনত’। খবর বিবিসির। বর্তমান বিশ্বে যুদ্ধ ও সন্ত্রাসবাদে ক্ষতিগ্রস্ত, অধিকার হরণ, দারিদ্র্য ও অবিচারের শিকারদের জন্য কাজ করার কথা বলেছেন গুতেরেস। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বৃহস্পতিবার সর্বসম্মতিক্রমে পরবর্তী মহাসচিব হিসেবে গুতেরেসকে মনোনীত করে। পাঁচ বছরের জন্য তার নিয়োগ চূড়ান্ত করতে আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদ বসতে পারে বলে আশা করা হচ্ছে। ১০ বছর জাতিসংঘের শরণার্থীবিষয়ক কমিশনের নেতৃত্ব দিয়ে আসা গুতেরেস আগামী বছরের শুরুর দিকে বান কি মুনের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করবেন। নিরাপত্তা পরিষদে মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর লিসবনে গুতেরেস সাংবাদিকদের বলেন, আমার এখন যে অনুভূতি হচ্ছে তা প্রকাশে আমার কাছে দুটি শব্দ আছে- কৃতজ্ঞতা ও শ্রদ্ধাবনত। শ্রদ্ধাবনত (যা আমি বোধ করছি) আমাদের সামনে যে বিপুল চ্যালেঞ্জ, আধুনিক বিশ্বের ভয়াবহ জটিলতা তা নিয়ে। তাছাড়া এটা সবচেয়ে অসহায়, যুদ্ধ, সন্ত্রাসবাদ, অধিকার হরণ, দারিদ্র্য ও অবিচারের শিকারদের পাশে দাঁড়ানোর জন্য প্রয়োজন। বান কি মুন আগেই উত্তরসূরি হিসেবে গুতেরেসকে ‘চমৎকার পছন্দ’ বলে বর্ণনা করেছেন। পর্তুগালের প্রধানমন্ত্রী হিসেবে তার অভিজ্ঞতা, বিশ্বের নানা বিষয় সম্পর্কে তার বিস্তারিত জ্ঞান এবং তার ধীশক্তি একটি কঠিন সময়ে জাতিসংঘকে নেতৃত্ব দিতে তাকে সক্ষম করে তুলবে- বলেন তিনি। ১৯৯৫ থেকে ২০০২ সাল মেয়াদে পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন সোশ্যালিস্ট পার্টির নেতা গুতেরেস। এরপর ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত জাতিসংঘের শরণার্থীবিষয়ক কমিশনারের দায়িত্ব পালন করেন তিনি।
×