ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ব্রাজিলে সবচেয়ে বড় ডাইনোসরের সন্ধান

প্রকাশিত: ০৩:৪৫, ৮ অক্টোবর ২০১৬

ব্রাজিলে সবচেয়ে বড়  ডাইনোসরের  সন্ধান

ব্রাজিলের এ যাবত কালের মধ্যে পাওয়া সবচেয়ে বড় ডাইনোসরের ফসিল রাখা ছিল একটি আলমারিতে। এটিই যে সবচেয়ে বড় ডাইনোসরের ফসিল তা প্রমাণ করতে জীবাশ্মবিদদের ছয় দশক সময় লেগেছে। ৬ কোটি ৬০ লাখ বছর আগে এই ডাইনোসরের আধিপত্য ছিল। দীর্ঘ ঘাড়বিশিষ্ট তৃণভোজী এই ডাইনোসর লম্বায় ২৫ মিটার (৮২ ফুট), যা একটি আর্টিকুলেটেড বাসের চেয়ে বড়। এটি খুব দ্রুত গাছপালা খেয়ে সাবাড় করে দিতে পারত। ব্রাজিলের বিখ্যাত জীবাশ্মবিদ লিওয়েলিন ইভর প্রাইস ১৯৫৩ সালে এই ডাইনোসরের মেরুদ-ের কয়েকটি টুকরা পেয়েছিলেন। গবেষকরা তখনই বুঝতে পারেন যে, তারা অনেক বড় কিছু পেয়েছেন। কিন্তু কতবড় তা পরিমাপ করতে তাদের হাতে প্রয়োজনীয় লোকবল ও সরঞ্জাম ছিল না। ফলে ডাইনোসরের মেরুদ-ের টুকরাগুলো পরবর্তী ছয় দশক রিওর অরনেট মিউজিয়াম অব আর্থ সায়েন্সে আলমারিতে রেখে দেয়া হয়। বৃহস্পতিবার প্রথমবারের মতো ব্রাজিলের সবচেয়ে বড় এই ডাইনোসরের দেহাবশেষ সাধারণ লোকজনের দেখার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। প্রায় পূর্ণাঙ্গ একটি স্পাইনাল ভার্টিব্রার (মেরুদ-ের কশেরুকা) আকার একটি মাইক্রোওয়েভ ওভেনের মতো এবং পুরোটাই যেন শক্ত শীলা। ভার্টিব্রার বেশ কয়েকটি অংশ জাদুঘরে রাখা হয়েছে। এটিকে ঠিক দেখতে কেমন হতে পারে তা বোঝার জন্য শিল্পীর আঁকা ছবিও শোভা পাচ্ছে জাদুঘরে। তাতে বোঝা যাচ্ছে, ডাইনোসরটির মাথা ছোট। কিন্তু তার ঘাড় অনেক লম্বা এবং দেহ বিশাল। লেজও লম্বা। মরুভূমি অথবা বিশাল উন্মুক্ত অঞ্চল যেমন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চল, আর্জেন্টিনা ও মঙ্গোলিয়ার দক্ষিণাঞ্চলে সবচেয়ে দৃষ্টিনন্দন ডাইনোসরের সন্ধান পাওয়া যায়। এসব জায়গায় এগুলো খুঁজে পাওয়া তুলনামূলক সহজ। ২০১৪ সালে আর্জেন্টিনায় এ যাবত কালের মধ্যে পাওয়া সবচেয়ে বড় ডাইনোসরের হাড়ের সন্ধান মেলে। এই ডাইনোসরের দৈর্ঘ্য ৪০ মিটার (১৩০ ফুট)। -এএফপি
×