ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাবিতে চালু হলো নতুন বিভাগ ওএসএল

প্রকাশিত: ০৮:২৯, ৭ অক্টোবর ২০১৬

ঢাবিতে চালু হলো নতুন বিভাগ ওএসএল

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে চালু হয়েছে ‘অর্গানাইজেশন স্ট্র্যাটেজি এ্যান্ড লিডারশীপ’ (ওএসএল) নামে নতুন বিভাগ। গত ৩০ জুন বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এই বিভাগের অনুমোদন দেয়। বৃহস্পতিবার দুপুরে প্রফেসর আব্দুল্লাহ ফারুক কনফারেন্স হলে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই তথ্য জানানো হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন শিবলী রুবাইয়াতুল ইসলাম, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি এ্যান্ড লিডারশীপ বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. আব্দুল মঈন, বিভাগের প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক ড. আলতাফ জলিল এবং সহকারী অধ্যাপক মোঃ রাশেদুর রহমান প্রমুখ। শিবলী রুবাইয়াতুল ইসলাম বলেন, কর্মপরিকল্পনা ও নেতৃত্বের গুণাবলী বর্তমান সময়ের বৈশ্বিক বাণিজ্য খাতে দুটি গুরুত্বপূর্ণ উপাদান। ওএসএল বিভাগ এই দুই খাতে ভবিষ্যতের কর্মপরিকল্পনা নির্ধারক, ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের দক্ষতা শানিয়ে নিতে সহায়ক হবে এবং তাদের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক লক্ষ্য নির্ধারণে পথনির্দেশ করবে। তিনি আরও বলেন, বাংলাদেশে পর্যাপ্ত মানব সম্পদ রয়েছে। এটি সঠিকভাবে ব্যবহারের জন্য নতুন এই বিভাগের মাধ্যমে আমরা ব্যবসায় লিডার তৈরি করব। তাদের স্ট্র্যাটেজি ঠিক করে দেব যে তারা কিভাবে এগিয়ে যাবে। বাংলাদেশের প্রতিষ্ঠানের জন্য আলাদা স্ট্র্যাটেজি তৈরি করে ব্যবসাকে এগিয়ে নেবে লিডাররা। সভায় ওএসএল বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ড. আব্দুল মাঈন জানান, এই বিভাগ বাংলাদেশের ভবিষ্যত কৌশল নির্ধারণ, ব্যবসায় ক্ষেত্রে নেতৃত্ব তৈরিতে মানসম্মত শিক্ষা এবং প্রশিক্ষণ সরবরাহ করবে।
×