ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাবিতে প্রযুক্তি হস্তান্তর কর্মসূচী উদ্বোধন

প্রকাশিত: ০৭:০৬, ৭ অক্টোবর ২০১৬

ঢাবিতে প্রযুক্তি হস্তান্তর কর্মসূচী উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তি হস্তান্তর কর্মসূচী ও অফিস উদ্বোধন করা হয়েছে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বৃহস্পতিবার বিজনেস স্টাডিজ অনুষদের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচী ও অফিস উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং বিশ্বব্যাংকের সহযোগিতায় এই কর্মসূচী উদ্বোধন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বব্যাংকের কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান, এফবিসিসিআই’র সভাপতি আবদুল মাতলুব আহমাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যাকাউন্টিং এ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি দেশে কারিগরি ও জীবন ঘনিষ্ঠ শিক্ষার আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে বলেন, উচ্চ শিক্ষা গ্রহণ করেও অনেক মেধাবী শিক্ষার্থী কর্মসংস্থানের অভাবে বেকার জীবনযাপন করছেন। অথচ দেশের কারিগরি খাতে অনেক পদ শূন্য রয়েছে। এসব পদ পূরণে বিপুলসংখ্যক দক্ষ জনশক্তি প্রয়োজন। অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য ও পরিবেশের উন্নয়ন এবং ব্যক্তি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের মাধ্যমে উচ্চশিক্ষা ও গবেষণার মান আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। -বিজ্ঞপ্তি। ‘বাংলাদেশ মিডিয়া ফোরাম’ গঠিত স্টাফ রিপোর্টার ॥ মিডিয়া ইন্ডাস্ট্রির ভবিষ্যত সম্ভাবনাকে কাজে লাগানোর লক্ষ্যে গঠন করা হলো ‘বাংলাদেশ মিডিয়া ফোরাম’। সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগের মূল উদ্দেশ্য মিডিয়া সেক্টরের উন্নয়নে শীর্ষদের একই ছাদের নিচে একত্রিত করা। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে সম্প্রতি রাজধানীর লেক শোর হোটেলে বাংলাদেশ মিডিয়া ইন্ডাস্ট্রি নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় অংশ নেয়া সকলের সম্মতিতে যাত্রা শুরু হয় মিডিয়া ফোরামের। গঠন করা হয় মিডিয়া ফোরাম ওয়ার্কিং কমিটি। কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন, অজয় কুমার (পরিচালক মিডিয়া) মিডিয়াকম লিমিটেড, গাজী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আমান আশরাফ ফায়েজ, চ্যানেল আইয়ের পরিচালক (বিক্রয়-বিপণন) ইবনে হাসান খান, হাভাস মিডিয়া লিমিটেডের মাজহারুল হক চৌধুরী, এসিআই লিমিডেটের বিজনেস ডিরেক্টর মোহাম্মদ কামরুল হাসান, সময় মিডিয়া লিমিটেডের হেড অব অপারেশন মোহাম্মদ আকতার হোসেন, গ্রুপ এম বাংলাদেশের নির্বাহী পরিচালক মোরেশেদ আলম, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম লিমিটেডের সম্পাদক শরিফুল ইসলাম, গ্রামীণ ফোন লিমিটেডের হেড অব মিডিয়া শিকদার আকতার-উয-জামান, প্রাণ আরএফএল গ্রুপের হেড অব মিডিয়া সুজন মাহমুদ, রেকিট বেনকিযার বাংলাদেশ লিমিটেডের পরিচালক (বিপণন) সৈয়দ তানজিম রেজওয়ান, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ইভেন্ট ম্যানেজার তানভির ফারুক এবং টপ অব মাইন্ড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াউদ্দিন আদিল। এছাড়াও বাংলাদেশ মিডিয়া ফোরামের প্লাটফর্মকে বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতার জন্য একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে।
×