ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উন্নত যোগাযোগের ওপর আঞ্চলিক প্রবৃদ্ধি নির্ভরশীল ॥ প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৭:০৪, ৭ অক্টোবর ২০১৬

উন্নত যোগাযোগের ওপর আঞ্চলিক প্রবৃদ্ধি নির্ভরশীল ॥ প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আঞ্চলিক সহযোগিতা আরও সম্প্রসারণে গুরুত্বারোপ করে বলেছেন, এ অঞ্চলের দেশগুলোর মধ্যে উন্নত যোগাযোগের ওপর এর ভবিষ্যত প্রবৃদ্ধি নির্ভরশীল। তিনি বলেন, আমরা আশাবাদী যে, এ অঞ্চলের দেশগুলোর মধ্যে উন্নত যোগাযোগের ওপর এখানকার ভবিষ্যত প্রবৃদ্ধি নির্ভরশীল। বৃহস্পতিবার ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত সোনাম টি রাবগে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাতকালে শেখ হাসিনা এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। খবর বাসসর। প্রধানমন্ত্রী বলেন, ভুটান ট্রানজিট ও অনেক যোগাযোগ সুবিধার প্রস্তাব দিয়েছে এবং আমরা এখন বাংলাদেশ-ভুটান-ইন্ডিয়া-নেপালের (বিবিআইএন) মধ্যে মোটরযান চলাচল চুক্তি বাস্তবায়নের অপেক্ষায় রয়েছি। জাতীয় সংসদে বিবিআইএন মোটরযান চুক্তি পাস হওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা আশাবাদী ভুটানের জলবিদ্যুত সম্ভাবনা বাংলাদেশের বিদ্যুত চাহিদা মেটাতে কাজে লাগবে। ভারতও বিবিআইএন কাঠামোর আওতায় বিদ্যুত খাতে সহযোগিতা সম্প্রসারণে ইতিবাচক অবস্থানে রয়েছে। আমরা পারস্পরিক স্বার্থে এই নতুন দৃষ্টিভঙ্গি কাজে লাগাতে পারি। বাংলাদেশ ও ভুটানের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মানুষের হৃদয়ে ভুটানের বিশেষ স্থান রয়েছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে ভুটান সরকার ও জনগণের দ্ব্যর্থহীন সমর্থনের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ভুটানই প্রথম বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। দুদেশের মধ্যকার বিদ্যমান চমৎকার সম্পর্কের উল্লেখ করে ভুটানের রাষ্ট্রদূত বলেন, দুদেশের উচ্চপর্যায়ে সফর বৃদ্ধি পাওয়ায় দ্বিপক্ষীয় সম্পর্ক আরও নিবিড় হয়েছে। তিনি স্মরণ করেন যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ ও ভুটানের মধ্যে সম্পর্কের ভিত্তি স্থাপন করেন। নারী-পুরুষের সমতা ও নারীর ক্ষমতায়নে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে প্লানেট ৫০:৫০ চ্যাম্পিয়ন এবং এজেন্ট অব চেঞ্জ এ্যাওয়ার্ড অর্জনের জন্য ভুটানের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। ফুটপাথ দখলমুক্ত রাখতে গুলশানে ডিএনসিসির বিশেষ অভিযান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত গুলশান এলাকায় সপ্তাহব্যাপী অভিযান শেষ হয়েছে। ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখতে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, সম্পত্তি বিভাগ, যান্ত্রিক বিভাগ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তার নেতৃত্বে অভিযান পরিচালনাকালে মঙ্গলবার গুলশান-২-এ অবস্থিত স্বপ্ন, আল-মদিনা ফার্মেসি এবং ভাগ্যকূল মিষ্টান্ন ভা-ারকে ৯৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় কয়েকটি ব্যাংক, ফ্যাশন হাউস এবং অন্য প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। - বিজ্ঞপ্তি
×