ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ই-মেইল নজরদারির অভিযোগ অস্বীকার করল ইয়াহু

প্রকাশিত: ০৭:০১, ৭ অক্টোবর ২০১৬

ই-মেইল নজরদারির অভিযোগ অস্বীকার করল ইয়াহু

যুক্তরাষ্ট্রের সরকারের পক্ষে গোপনে নজরদারি চালানোর কথা বুধবার অস্বীকার করেছে প্রযুক্তি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ইয়াহু। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, প্রযুক্তি প্রতিষ্ঠানটি মার্কিন গোয়েন্দা সংস্থার মদদে বিশেষ সফটওয়্যারের মাধ্যমে ই-মেইল ব্যবহারকারীদের ওপর নজরদারি চালায়। খবর এএফপির। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ইয়াহু গোপনে গোয়েন্দা সংস্থার অনুরোধে তাদেরকে সহায়তা করতে লাখ লাখ ই-মেইল ব্যবহারকারীর এ্যাকাউন্টে গোপনে বিশেষ একটি সফটওয়্যারের মাধ্যমে নজরদারি চালায়। ইয়াহু এক বিবৃতিতে প্রকাশিত প্রতিবেদনকে বিভ্রান্তিকর হিসেবে অভিহিত করেছে। বিবৃতিতে তারা জানায়, যথাসম্ভব কম তথ্য যাতে প্রকাশ পায় সেজন্য আমরা প্রতিটি সরকারী অনুরোধ সংকীর্ণ অর্থে ব্যাখ্যা করি। ই-মেইল নজরদারির ওপর লেখা নিবন্ধে কোন অস্তিত্ব আমাদের ব্যবস্থায় নেই। এক প্রতিবেদনে মঙ্গলবার সংবাদ মাধ্যম রয়টার্স প্রযুক্তি প্রতিষ্ঠানটির সাবেক কর্মকর্তার উদ্বৃতি দিয়ে জানায়, ইয়াহু ২০১৫ সালে একটি বিশেষ সফটওয়্যার তৈরি করেছে। যা দিয়ে সব ই-মেইল ব্যবহারকারীর ওপর নজরদারি করতে পারে। ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ) ও এফবিআইকে সহায়তা করার জন্যই সফটওয়্যারটি তৈরি করা হয়েছে। রয়টার্সের বর্ণনা অনুসারে জানা যায়, ইয়াহুর শীর্ষস্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের অজান্তেই সফটওয়্যারটি তৈরি করা হয় ও পরে কোম্পানি সরকারী অনুরোধ রেখেছিল জেনে তিনি পদত্যাগ করেন। জানা গেছে, দ্য অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স যা এনএসএ তত্ত্বাবধান করে তারা প্রতিবেদনটি সম্পর্কে সরাসরি মন্তব্য করেনি । তবে এক বিবৃতিতে জানিয়েছে, গোয়েন্দা সংস্থার তথ্য সংগ্রহের নির্দিষ্ট কৌশলের ওপর বক্তব্য দিতে পারে না। বিবৃতির উদ্ধৃতি তুলে ধরে এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র শুধু নিরাপত্তা ব্যবস্থার ওপর কিছু সংকেত ব্যবহার করে। তবে সাধারণ মানুষের ই-মেইল বা ফোন কলের ওপর নির্বিচারে নজরদারি করে না।
×