ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ ॥ নিরাপত্তায় মিরপুর স্টেডিয়ামে প্যারা কমান্ডো মহড়া

প্রকাশিত: ০৬:৫৭, ৭ অক্টোবর ২০১৬

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ ॥ নিরাপত্তায় মিরপুর স্টেডিয়ামে প্যারা কমান্ডো মহড়া

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হঠাৎ করেই হেলিকপ্টারের আনাগোনা। সকাল ১১টার দিকে একাডেমি মাঠের আকাশে অবস্থান নেয় হেলিকপ্টার। দড়ি বেয়ে মাঠে নামতে থাকেন প্যারা কমান্ডোর সদস্যরা। অবস্থান নেন একাডেমি মাঠের বিভিন্ন অংশে। ঠিক যেমনটি যুদ্ধ বা অস্থিতিশীল পরিবেশে প্যারা কমান্ডো কাজ করে থাকে। সেইরকম মহড়াই। মহড়া চলে আধাঘণ্টা। একাডেমিতে মহড়ার সঙ্গে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেও মহড়া হয়। যদি বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজে কোন অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হয়, তাহলে ক্রিকেটারদের কিভাবে নিরাপদে রাখবেন প্যারা কমান্ডোরা; সেই মহড়া। যে কোন নাশকতা ও সঙ্কট মোকাবিলা করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এই প্যারা কমান্ডো কাজ করবে। যে কোন মুহূর্তে পুলিশকে সহায়তা দিতে তারা প্রস্তুত থাকবে। পুলিশ বা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সামাল দিতে না পারলে ৩০ মিনিটের মধ্যে ১ প্যারা কমান্ডো স্টেডিয়ামে হাজির হবে। পুরো মহড়া অনুষ্ঠিত হয় ১ প্যারা কমান্ডো ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এম এম ইমরুল হাসানের দায়িত্বে। ইংল্যান্ডকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার কার্যক্রমে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। পুলিশ, র‌্যাব, ডিজিএফআই, এনএসআই একসঙ্গে কাজ করে যাচ্ছে। এর সঙ্গে আছে বাংলাদেশ সেনাবাহিনীও। নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজে কাজ করবে সেনাবাহিনীর বিশেষ ফোর্স ১ প্যারা কমান্ডো ব্যাটালিয়ন। বৃহস্পতিবার মিরপুরে দুটি হেলিকপ্টার নিয়ে বিশেষ মহড়াও দিয়েছে প্যারা কমান্ডোর একটি দল ছবি : বিসিবি
×