ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কাশ্মীর-উত্তাপ ক্রিকেটেও

প্রকাশিত: ০৬:৫৬, ৭ অক্টোবর ২০১৬

কাশ্মীর-উত্তাপ ক্রিকেটেও

স্পোর্টস রিপোর্টার ॥ কাশ্মীরে ভারতীয় সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ভারত-পাকিস্তান এখন যুদ্ধংদেহী অবস্থায়। ক্রিকেটেও ছড়িয়ে পড়েছে তার উত্তাপ। ইন্ডিয়ান বোর্ড (বিসিসিআই) প্রধান অনুরাগ ঠাকুর ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন পাকিস্তানের সঙ্গে ক্রিকেট নয়, এমনকি দলটির সঙ্গে বিশ্বকাপের মতো বৈষয়িক কোন টুর্নামেন্টেও যাতে ম্যাচ খেলতে না হয় এজন্য নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে অনুরোধ জানিয়েছেন তিনি! আইসিসির সাবেক প্রেসিডেন্ট পাকিস্তানের এহসান মানি এ ধরনের উস্কানিমূলক বক্তব্য দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। অত্যন্ত আগ্রাসী মনোভাব দেখান সাবেক পাকিস্তান অধিনায়ক জাভেদ মিয়াদাদ আবার সরাসরি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে উগ্র বক্তব্য দিয়েছেন। বর্তমানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাহী কমিটির সদস্য এহসান মানি বলেন, ‘আইসিসি’র সভায় ঠাকুরের এমন বক্তব্যের জবাব দেবে পাকিস্তান। সে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ও বর্তমান শাসক দলের সদস্য। আইসিসিকে অবশ্যই জিজ্ঞেস করতে হবে সে পাকিস্তান ক্রিকেট নিয়ে কিভাবে এমন মন্তব্য করে।’ তিনি আরও যোগ করেন, ‘ভারত এখন বলছে তারা আইসিসি’র টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে খেলতে চায় না। অথচ সত্যিটা হচ্ছে বৈষয়িক আসরগুলোতে এ দু’দলের খেলা থাকলে আইসিসি প্রচুর অর্থ আয় করে। আর ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে সঙ্গে নিয়ে বিগ-থ্রি থাকাকালীন ভারতই এই প্রক্রিয়া চালু রাখতো।’ সাবেক পাকিস্তান অধিনায়ক মিয়াদাদ মোদিকে ‘মুডি’ বলে সম্বোধন করেছেন, এক পর্যায়ে তিনি ভারতীয় প্রধানমন্ত্রীকে ‘পচা ডিম’ বলে মন্তব্য করেন! কোথা থেকে মোদি উঠে এসেছেন এবং তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তার উল্লেখ্য কয়েকটি মন্তব্য, ‘আমরা শহীদ হতে রাজি। আমাদের দেশ কারও ভুয়া হুমকিতে ভয় পায় না।’
×