ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আমাদের ফেবারিট ভাবা কঠিন ॥ মাশরাফি

প্রকাশিত: ০৬:৫৫, ৭ অক্টোবর ২০১৬

আমাদের ফেবারিট ভাবা কঠিন ॥ মাশরাফি

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ড দলটি বাংলাদেশের চেয়ে অভিজ্ঞ নয়। অনভিজ্ঞই বলা চলে। একজন ক্রিকেটারও নেই, যিনি ১০০ ওয়ানডে খেলার অভিজ্ঞতাসম্পন্ন। এরপরও ইংলিশ ক্রিকেটাররা সবসময়ই প্রতিপক্ষের জন্য আতঙ্কের। কারণ, একজন ব্যাটসম্যান কিংবা একজন বোলারই যে ম্যাচ জিতিয়ে দিতে পারেন। তাই যতই অভিজ্ঞতাসম্পন্ন দল হোক বাংলাদেশ। যতই শক্তিশালী হোক। নিজেদের ফেবারিট ভাবতে নারাজ বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বৃহস্পতিবার সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনেই জানিয়েছেন, ‘আমাদের ফেবারিট বলা কঠিন।’ কেন এমনটি বললেন মাশরাফি? সংবাদ সম্মেলনের সার সংক্ষেপেই তা দেয়া হলো। * সিরিজে লক্ষ্য মাশরাফি বিন মর্তুজা ॥ যে কোন দ্বিপাক্ষিক সিরিজে প্রথম ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। অনেক কিছুর ভেতর দিয়ে গেলেও আমরা শেষ একটা সিরিজ খেললাম। এখন ইংল্যান্ডের সঙ্গে সিরিজ শুরু হচ্ছে। আমরা ইতিবাচক আছি। প্রস্তুতি নিচ্ছি ভাল খেলার। আমাদের কাজ এখন ধারাবাহিকতা ধরে রাখা। আরেকটি নতুন সিরিজ, সবাই খুব রোমাঞ্চিত। আমরা যদি ভাল খেলি, সিরিজ জিততে পারি, তাহলে ভাল লাগবে। * বাংলাদেশ ফেবারিট মাশরাফি ॥ প্রথমত খেলার কথা কিছু বলা যায় না আগে থেকে। ওদের ব্যাকআপ ক্রিকেটাররাও অনেক ভাল। যারা এসেছে, ওরা অভিজ্ঞ। ওদের ঘরোয়া ক্রিকেটের কাঠামো অনেক শক্তিশালী। যারা এসেছে তারা যথেষ্ট যোগ্য ও ভাল বলেই এসেছে। একই সঙ্গে ওদের ম্যাচ উইনিং ক্রিকেটার অনেক আছে, যারা একাই ম্যাচ জিতিয়ে দিতে পারে। আমাদের ফেবারিট বলা কঠিন। ভাল প্রতিদ্বন্দ্বিতা হবে। আমরা সেটির জন্য প্রস্তুত। * স্পিনেই নির্ভরতা মাশরাফি ॥ গত দু’বছর যদি বাংলাদেশের উইকেট দেখেন, খুব বেশি টার্নিং উইকেট ছিল না। আমরা স্পোর্টিং উইকেটে খেলেছি এবং আমাদের ব্যাটসম্যানরা ভাল করেছে। আমি তাই মনে করি না আমরা শুধু স্পিনেই নির্ভর করব। আমাদের সব বিভাগই ভাল করছে। আমরা গোটা দলের ওপরই ভরসা করছি। * দুই বিশ্বকাপে জেতা প্রেরণা মাশরাফি ॥ গত দুই বিশ্বকাপের দুটি জয় (ইংল্যান্ডের বিপক্ষে) আমাদের জন্য অবশ্যই ভাল স্মৃতি হয়ে আছে। বিশ্বকাপের মতো মঞ্চে হারানো বড় অর্জনও। তবে সবাই আসলে সাম্প্রতিক ব্যাপারটি নিয়েই বেশি ব্যস্ত থাকে। ক্রিকেটার হিসেবে ওটা নিয়ে ভেবে আমাদের লাভ নেই। নতুন একটি সিরিজ শুরু হচ্ছে। আমাদের মনোযোগ এটিতে ভাল খেলা। * ইংল্যান্ড দল নিয়ে ভাবনা মাশরাফি ॥ সাম্প্রতিক সময়ের কথা ধরলে আমরা বিশ্বের সেরা দলগুলোর একটির সঙ্গে খেলতে যাচ্ছি। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সেরার মধ্যে আছে। কাজটা সহজ হবে না। তবে আমরা আত্মবিশ্বাসী। গত দেড় দুই বছর বা দেড় দুইমাস যে কাজগুলো করেছি, সেগুলোর দিকে ফোকাস করতে হবে আমাদের। চাপ না নিয়ে খেলতে পারলে ভাল হবে। ওদের ৮-৯-১০ নম্বর ব্যাটসম্যানও অনেক ভাল ব্যাট করে। ব্যাটিং তাই অনেক শক্তিশালী ওদের। বোলিং তো ভালই। আমাদের পেসাররাও আবার ভাল করছে। তো যারা ভাল করছে, তাদের ব্যাক করা প্রয়োজন আমাদের। ওরা ভাল করছে যেহেতু, এখানেও ভাল না করার কারণ নেই। এই উইকটেই ভাল করেছে। ইংল্যান্ডের ওপর আমাদের শ্রদ্ধা আছে শতভাগ। একই সঙ্গে আমরা আমাদের শক্তির জায়গা নিয়েও ভাবছি। খারাপ দিন আসতেই পারে, তবে আমরা ইতিবাচকভাবেই ভাবছি। আমি বিশ্বাস করি, আমাদের জন্য কঠিন হলে তাদের জন্যও কঠিন হবে। এটা ভেবেই আমরা নামব। যে রকমই হোক আমরা স্ট্রাগল করলে ওরাও করবে। * সিনিয়রদের ভূমিকা মাশরাফি ॥ সিনিয়রদের ভূমিকা অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা যত ম্যাচ জিতেছি, সিনিয়ররা ভাল খেলেছে, জুনিয়ররাও স্টেপ আপ করেছে। কম্বিনেশনটা গুরুত্বপূর্ণ। আমাদের রোমাঞ্চকর ক’জন তরুণ ক্রিকেটার আছে, যারা নিজেদের দিনে যে কোন কিছুই করতে পারে। আমি আশাবাদী। সিনিয়র যারা আছে, তারাও ভাল করার চেষ্টা করছি। পাশাপাশি জুনিয়ররাও ভূমিকা রাখতে পারে। সেই সামর্থ্য ওদের আছে। * বিশ্বকাপে সরাসরি খেলার ভাবনা মাশরাফি ॥ বিশ্বকাপ অনেক দূরের ব্যাপার। আমরা অবশ্যই চাইব যে আমাদের যেন কোয়ালিফাই না খেলতে হয়। সরাসরি খেলি। কিন্তু আমরা যদি অতদূরেরটা ভাবি, তাহলে এই সিরিজগুলো কঠিন হয়ে যাবে। প্রতিটি সিরিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দূরেরটা ভাবলে চাপ হয়ে যায়। কালকের (আজকেরটা) ম্যাচটা আছে, সেটা যদি জিতে বের হয়ে যেতে পারি, তাহলে একটা কাজ পেছনে পড়ে যায়। কাজটা সহজ হয়ে যায়। সেই জায়গা থেকে সবসময় আশাকরি, বাইরে থেকে যে যাই বলুক, আমরা যেন আসল জায়গাটায় মনোযোগ ধরে রাখতে পারি। তাহলে আমাদের কাজ সহজ হয়। আমরা অপ্রয়োজনীয় চাপ যাতে নিজেদের ওপর না নেই, সেদিকে খেয়াল রাখতে চাই।
×