ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হান্নান শাহ’র স্মরণসভা

আওয়ামী লীগ দেশে বিরাজনীতিকরণ করছে ॥ ফখরুল

প্রকাশিত: ০৬:১৫, ৭ অক্টোবর ২০১৬

আওয়ামী লীগ দেশে বিরাজনীতিকরণ করছে ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ অত্যন্ত সুপরিকল্পিতভাবে ও সচেতনভাবে ১/১১ সরকার যেটা চেয়েছিল বাংলাদেশকে বিরাজনীতি করণ, রাজনীতি থেকে নেতাদের দূরে সরিয়ে দেয়া, বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করার সেই কাজটির দায়িত্ব নিয়েছে এখন বর্তমান সরকার। বৃহস্পতিবার বিকেলে গাজীপুর শহরের শহীদ তাজউদ্দিন আহমদ মিলয়নায়তনে সদ্য প্রয়াত বিএনপি নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব) আ স ম হান্নান শাহর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে রাজনীতি শূন্য করার চেষ্টা করছে। দেশে শুরু হয়েছে আইন বাহিনীর শৃঙ্খলার যথেচ্ছাচার, এটা এখন উৎসবে পরিণত হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলোকে কথা বলতে দেয়া হয় না, রাজনৈতিক নেতাদের সমাবেশ করতে দেয় না। তাদের লক্ষ্য একটাই- এই বাংলাদেশে শুধু আওয়ামী লীগের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে, অন্য কোন দল এখানে থাকবে না, অন্য কোন মত এখানে থাকবে না। এই স্বপ্ন তারা দেখেছিল ১৯৭৫ সালে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে। এবার তারা গণতন্ত্রের মুখোশ পরে একটি আবরণ দিয়ে একই কায়দায় এই দেশকে শাসন করছে। মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ গণবিচ্ছিন্ন ও রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে। সাধারণ মানুষের কাছে যাওয়ার মতো অবস্থা তাদের নেই। তাই তারা এখন হামলা ও মামলাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে খুন জখম করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। এভাবে অতীতে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেনি, আওয়ামী লীগও পারবে না। তিনি বলেন, আওয়ামী লীগ বাংলাদেশকে একটি পরাধীন রাষ্ট্রে পরিণত করতে চাইছে। জেএমবি তৈরি হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে। তাদের আত্মীয়-স্বজনরাই জেএমবির নেতা ছিল। আমরা জঙ্গীবাদ ও সন্ত্রাসী ঘটনাগুলো প্রথম শুনতে শুরু করলাম আওয়ামী লীগ সরকারের আমলেই। এখন তারা বলতে শুরু করেছে বাংলাদেশে জঙ্গী আছে এবং সে জঙ্গী হচ্ছে বিএনপির নেতারা, জামায়াতের লোকেরা। এ কথা বলতে বলতে তারা বাংলাদেশকে একটি সত্যিকারের জঙ্গী রাষ্ট্রে পরিণত করতে চাইছে।
×