ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উবাচ

প্রকাশিত: ০৬:০৭, ৭ অক্টোবর ২০১৬

উবাচ

রাতে নয়, দিনে স্টাফ রিপোর্টার ॥ দেশের একমাত্র রাজনৈতিক নেতা রাতের বেলা বৈঠক করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। সিনিয়ার রাজনীতিবিদরা বিভিন্ন সময়ে বলেছেন রাতে মানুষ ষড়যন্ত্র করে, তাহলে বিএনপি নেত্রীর রাজনীতির অর্থ কি ষড়যন্ত্র! বিএনপির সংবাদ সংগ্রহ করেন এমন সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেত্রী একাধিকবার বৈঠক করেছেন। সেইসব বৈঠকে বিএনপি নেত্রীকে সাংবাদিকরা অনুরোধ করেন। দয়া করে বৈঠকগুলো রাতের পরিবর্তে দিনে করুন। বিএনপি নেত্রী বৈঠকগুলোতে সম্মতি প্রকাশ করেছেন। কিন্তু তিনি কথা রাখেননি। ফের ফিরে গেছেন প্রিয় অন্ধকার রাতেই। সঙ্গত কারণেই বিএনপি নেত্রীর রাত্রিকালীন বৈঠকের খবর সংগ্রহ করতে সাংবাদিকের গভীর রাত পর্যন্ত জেগে কাটাতে হয়। বিএনপি নেত্রীর বৈঠক দিনে করবেন না রাতে করবেন এসব নিয়ে অবশ্য দলের স্থায়ী কমিটির কেউ কথা বলার সাহস রাখেন না। অনেকটা অনিচ্ছা সত্ত্বে রাতের বৈঠক মেনে নিতে হয়। হাসি হাসি মুখে হয়তো বলতেই হয় আজ চাঁদ সুন্দর আলো বিলাচ্ছে। ফুল সুবাস ছড়াচ্ছে। সুতরাং রাতই শ্রেয়। রাতই উত্তম। যদিও তাদের মনোজগতের অভিব্যক্তি বলে না দিনই শ্রেয় রাতটা রাজনীতির জন্য আদর্শ নয়। কিন্তু সাহস করে বলে ফেলবে কার ঘাড়ে কয় মাথা? সাধারণ মানুষ ভাবে আপনি মানুষের জন্য রাজনীতি করেন কিন্তু মানুষ ঘুমিয়ে গেলে বৈঠক করতে হবে কেন? দিনের আলোতে রাতের বৈঠক কী হয় না, না হবার নয়? সম্প্রতি বিএনপির বুদ্ধিজীবী বলে খ্যাত জাফরুল্লাহ চৌধুরী বিএনপি নেত্রীকে রাতের পরিবর্তে দিনে বৈঠক করার আহ্বান জানান। রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে রাতের পরিবর্তে দিনে অফিস করা এবং প্রতি সপ্তাহে অন্তত একবার স্থায়ী কমিটির বৈঠক করার পরামর্শও দেন জাফরুল্লাহ চৌধুরী। তনি বলেন, খালেদা জিয়ার প্রতি আমার আবেদন, উনার রাতে মিটিং করে এত বিদ্যুত অপচয় করা ঠিক নয়। এই মিটিংটা বিদ্যুত অপচয় রোধের স্বার্থে উনাকে দিনের বেলা, বিকেল বেলা করতে হবে। হতাশা থেকে বেরিয়ে আসার জন্য উনার আলো দরকার। উনি সাহসী। উনি অতীতে কম সাহসের পরিচয় দেননি। নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত সঠিক ছিল, কিন্তু তিনি সময়মতো বেরিয়ে আসেননি। জোড়া লাগাই স্টাফ রিপোর্টার ॥ ছয় বছর জেল খেটে বের হয়ে কবেই দল গঠনের কাজে হাত লাগিয়েছিলেন জাতীয় পার্টি প্রধান এইচএম এরশাদ। এখনও সেই কাজ শেষ হয়নি। তিনি বলছেন এখনও ছিন্ন ভিন্ন হয়ে পড়া জাতীয় পার্টিকে জোড়া লাগানোর কাজ করছেন। রংপুরে তিনি সাংবাদিকদের বলেন, আমরা ২৬ বছর ক্ষমতার বাইরে ছিলাম। আমি ছয় বছর জেলে ছিলাম। আমার নেতা-কর্মীরা জেলে ছিল। অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছি। পার্টি ছিন্ন ভিন্ন হয়ে গেছে। পার্টিকে আবার জোড়া লাগাচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন উল্লেখ করে নির্বাচনের প্রস্তুতির জন্য দুই থেকে তিন বছর সময় লাগবে বলে জানান তিনি। এখনও দুই বছর সময় আছে। এজন্য আমি সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করেছি। কারণ রংপুর ও সিলেটের মানুষ আমাকে নতুন জীবন দিয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জাতীয় পার্টি ফের সরকার গঠন করবে বলে মনে করেন এরশাদ। ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থা তৈরি হওয়ায় সার্ক শীর্ষ সম্মেলনে বাংলাদেশ অংশ না নিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলেও তিনি মন্তব্য করেন। জঙ্গী রফতানি স্টাফ রিপোর্টার ॥ নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, পাকিস্তানের সঙ্গে আমাদের পার্থক্য হলোÑ আমরা যখন খাদ্য রফতানি করি, পাকিস্তান তখন জঙ্গী রফতানি করে। গত সপ্তাহে ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে বঙ্গবন্ধুর হত্যাকারী ও যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াফত করার সিদ্ধান্ত গ্রহণের প্রস্তাব গৃহীত হওয়ায় জাতীয় সংসদকে ধন্যবাদ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সংবাদ সম্মেলনের আয়োজন করে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন। মন্ত্রী বলেন, আমরা খাদ্য আমদানিকারক দেশ থেকে এখন খাদ্য রফতানিকারক দেশে পরিণত হয়েছি। আগের চেয়ে এখন ৩০ লাখ মেট্রিক টন বেশি খাদ্য উৎপাদন হয় এদেশে। অন্যদিকে স্বাধীনতা যুদ্ধে পরাজিত পাকিস্তানীরা জঙ্গীবাদ রফতানি করে। বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃত। বর্তমান বিশ্বের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এগিয়ে যাওয়া ৫টি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। ওই সংবাদ সম্মেলনে ’৭১ এ পাক-বাহিনী দ্বারা বাংলাদেশে সংগঠিত গণহত্যা, অগ্নিসংযোগ ও লুণ্ঠসহ নির্যাতনের কারণে পাকিস্তানের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়, পাকিস্তানের দোসরদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াফত করাসহ বেশ কয়েকটি দাবি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।
×