ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতীয় সেনাঘাঁটিতে হামলার চেষ্টাকালে গুলিতে ৩ জঙ্গী নিহত

প্রকাশিত: ০৬:০৭, ৭ অক্টোবর ২০১৬

ভারতীয় সেনাঘাঁটিতে হামলার চেষ্টাকালে গুলিতে ৩ জঙ্গী নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গী হামলার চেষ্টাকালে ভারতীয় সেনার গুলিতে তিনজন নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে কুপওয়ারা জেলার এক ভারতীয় সেনাঘাঁটির বাইরের দেয়াল ভাঙ্গার সময় এই তিন জঙ্গীর ওপর গুলি চালায় ভারতীয় সেনা। এ সময় ওই জঙ্গীদের কাছে ভারি অস্ত্র ও শরীরে সামরিক পোশাক ছিল। নিয়ন্ত্রণ রেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনা কর্তৃপক্ষ। এক কর্মকর্তা জানিয়েছেন, ভোরে ‘সন্ত্রাসীরা’ সেনা শিবির লক্ষ্য করে গুলিবর্ষণ করে, কিন্তু সঙ্গে সঙ্গেই পাল্টা গুলিবর্ষণে সেনারা জবাব দেয়। দু’পক্ষের মধ্যে প্রায় আধঘণ্টা তীব্র গোলাগুলি চলে। এরই এক পর্যায়ে সেনাদের গুলিতে তিন হামলাকারী নিহত হন। খবর এনডিটিভি ও বিবিসি অনলাইনের। ওই সেনা কর্মকর্তা বলেন, সেনারা সতর্ক থাকায় হামলা ব্যর্থ হয়। এ ঘটনার পর ওই সেনা শিবিরের আশপাশের গ্রামগুলোতে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। অনুপ্রবেশের ঘটনায় পাকিস্তানী সীমান্ত চৌকি থেকে সহায়তা দেয়া হচ্ছিল বলে অভিযোগ করেছেন ওই সেনা কর্মকর্তা।
×