ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সৗম্য সালেক

তিনটি কবিতা

প্রকাশিত: ০৪:৪৬, ৭ অক্টোবর ২০১৬

তিনটি কবিতা

খেয়ালের নদী জলঘোলা এই নদী ঘুমঘুম শ্রান্তের চোখে নেমে গেছে ক্ষীরোদ সাগরে- সরল সন্তাপ বয়ে শরতের স্নিগ্ধ কিনার ভালোবেসে স্মৃতির শ্যামল জে¦লে- শাড়ি তার আঁচলে আঁচল ছড়িয়েছি বুকের উঠানে; তারাদের লুপ্ত আলোর নিচে সে গান করুণ ঘুমিয়েছে বারিধারে... ঊষার স্বকাছে নদী নিজমতো চলে গেছে পালের ধাবনে- একা একা, তার পিছে- কূলের গায়েন শুনে না সে কোন স্বর সে দেখে না ওই মুখ খেয়ালের নদী যাবে দূর একা একা মাঝি একা জলযান... সৌধ বেলেমাটি আর পোড়ামাটির ভাঁজে ভাঁজে পাললিক স্নেহের প্রতœ-আগুন রক্ত আর অশ্রু প্রলেপে ছড়ায় পূর্বরাগ বিধু আর পুষ্পপ্রেম সন্ধ্যার কোষে কোষে... ইহারা বাজায় বাঁশি- নদীরা কেঁপেছে ইহারা হালের রাহা কত কী বুনেছে প্রাতের কাজল দীঘি নিদ্্রা শীতল আহারে রসিক কামলি- করো না ত্বরাই ইহার এমনই ছিলো জলের দোহাই শ্যামা নাচে, মন নাচে সৌধ সাজায়; সৌধ সোনার বীজ বঙ্গ-জঠরে চাষারু পুত্র পায়- অনার্য আমারে। ডানাপন্থি মেঘের বিলাপ যে হাত কাঁটার বিবাদে না ছুঁয়েছে ফুল না ঢেকেছে মৃতের কপাল তার- কামনা কালিন বিষে যে হাত না পড়েছে গলে নুনের তরলে যে দিন শোনায় শৈল জলের স্তনন তার- উঁচাবুক ছিঁড়ে-ফুড়ে যে হাত গেয়েছে কাল বিরূপ-চেতনে তার- সৌরখরা সন্তের গান, জ্যোৎস্নার দিন ব্যপে সে হাত পবিত্র করো কেউ- ঘর্মাক্ত ফুলের আঁচলে।
×