ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নতুন গবেষণা

প্রকাশিত: ০৪:৩৪, ৭ অক্টোবর ২০১৬

নতুন গবেষণা

ট্যাটুর আদলের ডিভাইস ট্যাটুর আদলে তৈরি ডিভাইসটি ব্যবহারকারীদের ঘামে থাকা বিভিন্ন উপাদান পর্যালোচনা করে স্বাস্থ্যের খুঁটিনাটি বিভিন্ন তথ্য শনাক্ত করতে পারে। শুধু তাই নয়, ওয়্যারলেস প্রযুক্তির মাধ্যমে সেসব তথ্য সরাসরি স্মার্টফোন বা ট্যাবলেটে পাঠাতেও পারে। ডিসপোজেবল প্যাঁচ সুবিধার ডিভাইসটি কাজে লাগিয়ে রোগের অগ্রিম তথ্যও জানা সম্ভব। ই-বুক চার্জ কাভারেই! সৌরবিদ্যুত কাজে লাগিয়ে ই-বুক চার্জ করতে সক্ষম কাভার তৈরি করেছে ফ্রান্সের ই-রিডার নির্মাতা বুকিন। প্রতিষ্ঠানটির তৈরি ‘সাইবুক ওশান ই-রিডার’-এর জন্য তৈরি কাভারটি মাত্র এক ঘণ্টা দিনের আলো কাজে লাগিয়ে ৩০ মিনিট পর্যন্ত ই-রিডার চার্জ করতে পারে। ফলে চার্জ ফুরিয়ে গেলেও অল্প সময়ের বিরতিতেই ই-রিডার ব্যবহারের সুযোগ মিলবে।
×