ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাগরের উষ্ণতার প্রভাব

প্রকাশিত: ০৪:৩৩, ৭ অক্টোবর ২০১৬

সাগরের উষ্ণতার প্রভাব

সাগরের পানি উষ্ণ হয়ে যাওয়ার ওপর একটি গবেষণায় চালিয়েছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, এর ফলে পরিবেশের ওপর মারাত্মক রকমের প্রভাব পড়ছে। যে ধরনের প্রভাব ইতোমধ্যেই পড়েছে সেগুলোকেও গুরুত্বের সঙ্গে নেয়া হয়নি। সারা বিশ্বের ১২টি দেশের ৮০ জনের মতো বিজ্ঞানীদের একটি দল এই গবেষণা প্রতিবেদনটি তৈরি করেছেন। গবেষণায় তারা বলেছেন, মহাসাগরের পানি গরম হয়ে যাওয়ার কারণে পানিতে যেসব জীবাণু বা প্ল্যাঙ্কটন আছে, সে সবসহ জেলিফিশ, কচ্ছপ, সমুদ্রের পাখি- এসব এক জায়গা থেকে অনেক জায়গার দিকে সরে যাচ্ছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, এর ফলে সমুদ্রে মৎস্য প্রজাতির বর্তমান স্থিতি নষ্ট হয়ে যেতে পারে। শুধু তাই নয়, বিজ্ঞানীরা আরও সতর্ক করে দিয়েছেন যে এর ফলে উষ্ণমণ্ডলীয় দেশগুলোতে নানা ধরনের অসুখ বিসুখ ছড়িয়ে পড়তে পারে। ছড়িয়ে পড়তে পারে নানা রকমের ক্ষতিকর জীবাণু। সূত্র : বিবিসি ক্যালরির পরিমাণ জানাবে এ্যাপ চোখের সামনে মজাদার খাবার দেখলে নিজেকে নিয়ন্ত্রণ করা বেশ কঠিন। তবে চিন্তা নেই, চিকিৎসকের পরামর্শমতো ঠিকই পরিমাণমতো খাবার খাওয়ার সুযোগ করে দেবে ‘লুজ ইট’ এ্যাপ। এ্যাপটি কাজে লাগিয়ে সামনে থাকা খাবারের ছবি তুললেই সেগুলোতে থাকা ক্যালরির পরিমাণ জানা যাবে। ফলে খাবারের পরিমাণ কম-বেশি করে নির্দিষ্ট ক্যালরির খাবার খাওয়ার সুযোগ মিলবে। সূত্র : ডেইলি মেইল
×