ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে বিএইচবিএফসির গ্রাহক সমাবেশ

প্রকাশিত: ০৪:২৭, ৭ অক্টোবর ২০১৬

ঠাকুরগাঁওয়ে বিএইচবিএফসির গ্রাহক সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের উদ্যোগে বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ে গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে ঠাকুরগাঁও সার্কিট হাউস সভাকক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজ গুলনাহার। সভায় বক্তব্য রাখেন- কর্পোরেশনের রংপুরের জোনাল ম্যানেজার সৈয়দ আবু জাফর, দিনাজপুর অফিসের সহকারী প্রকৌশলী মির্জা তৌফিকুল ইসলাম, গ্রাহক এবিএম সিদ্দিক বাবু ও আবুল কালাম আজাদ। বক্তারা এ সময় হাউস বিল্ডিং ফাইন্যান্সের সুযোগ-সুবিধা গ্রহণের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা ও সুপারিশ পেশ করেন। বাংলাবান্ধা স্থলবন্দরকে কার্যকর বন্দরে রূপান্তরের উদ্যোগ স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান বলেছেন, বাংলাদেশকে একটি রাজস্ববান্ধব সংস্কৃতি সম্পন্ন দেশ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য বর্তমান সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর রূপকল্প-২০২১-২০৪১ বাস্তবায়নে আগামীতে রাজস্ব সংগ্রহ বাড়াতে স্থলবন্দরগুলোর সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যাপক পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। অবস্থানগত কারণে ব্যাপক সম্ভাবনাময় বাংলাবান্ধা স্থলবন্দরকে কার্যকর বন্দরে রূপান্তরের মাধ্যমে চীনের সঙ্গে বাণিজ্য সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। তিনি বুধবার রাতে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থল শুল্ক স্টেশন পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মতবিনিময় সভায় পঞ্চগড় চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি আশরাফুল আলম পাটোয়ারী, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি এ রহমান মুকুল ও পঞ্চগড় আমদানি-রফতানিকারক এ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদি হাসান খান বাবলা বক্তৃতা করেন। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ নজিবুর রহমানের নেতৃত্বে ২১ সদস্যের একটি প্রতিনিধি দল মতবিনিময় সভায় বাংলাবান্ধা স্থলবন্দরের বিভিন্ন সমস্যার কথা শোনেন। প্রতিনিধি দলটি সমস্যাসমূহ সমাধানের আশ্বাস দেন। বিশ্ববাজারে স্বর্ণের দাম তিন মাসে সর্বনিম্ন অর্থনৈতিক রিপোর্টার ॥ বিশ্ববাজারে স্বর্ণের দাম তিন মাসে সর্বনিম্ন পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আউন্স প্রতি স্বর্ণের দাম বেড়েছে মাত্র দশমিক ৪ শতাংশ। ডলারের বিপরীতে জ্বালানি তেলের দাম বাড়ায় বিকল্প হিসেবে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ কিছুটা কমেছে। যুক্তরাষ্ট্রে সুদহার ব"দ্ধির সম্ভাবনার পরিপ্রেেিত স্বর্ণের দাম বাড়ার গতি কিছুটা মন্থর। এদিকে, সরবরাহ কমানোর পরিপ্রেেিত জ্বালানি তেলের দাম ব"দ্ধি পেয়েছে। ফলে নিরাপদ বিনিয়োগের ত্রে হিসেবে চাহিদা হারিয়েছে স্বর্ণ। নিউইয়র্ক কমোডিটি এক্সচেঞ্জে মঙ্গলবার স্বর্ণের প্রতি আউন্সের দাম ছিল ১ হাজার ৩১২ ডলার ৭০ সেন্ট। আগের দিনের চেয়ে এ দাম দশমিক ৩ শতাংশ কম। এদিন, প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম ছিল ৪৮ ডলার ৮৮ সেন্ট। ফলে স্বর্ণ ও জ্বালানি তেলের এ অনুপাত গত ২৯ জুনের পর সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।
×