ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পোশাক কর্মীসহ ১০ লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:২০, ৭ অক্টোবর ২০১৬

পোশাক কর্মীসহ ১০ লাশ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ পোশাক কর্মী ও শিশুসহ ১০ লাশ উদ্ধার করেছে পুলিশ। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : চট্টগ্রাম ॥ নগরীর ডবলমুরিং থানার মৌলভীপাড়া এলাকার এক বাসা থেকে নারী পোশাক কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সোহানা বেগম (২২)। বৃহস্পতিবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। পুলিশ জানায়, সোহানা বেগম পোশাক কারখানায় কাজ করতেন। তিনি স্বামী ও শ্বশুর-শাশুড়ি নিয়ে একই বাসায় থাকতেন। তার স্বামী সজীব বাসের সহকারী হিসেবে কাজ করেন। তাদের সংসারে ৫ মাস বয়সী কন্যাসন্তান রয়েছে। বুধবার রাতের কোন এক সময় সোহানার মৃত্যু হয়ে থাকতে পারে। তার গলায় দড়ির দাগ রয়েছে। ঘটনার রাতে স্বামী সজীব বাসায় ছিল না বলে জানিয়েছে পরিবারটি। তবে সজীবকে আটকের চেষ্টা করছে পুলিশ। সাভার ॥ নিখোঁজের তিন দিন পর সাভারে নদী থেকে আল আরাফাত সজল (২৫) নামের তরুণের হাত-পায়ে ইটবাঁধা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। কেরানীগঞ্জ ॥ বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতপরিচয় (৩০) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে পোস্তগোলা শ্মশানঘাটের পাশ থেকে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরনে রয়েছে জিন্স প্যান্ট ও ছাই রঙের হাফ হাতা গেঞ্জি। বরিশাল ॥ নিখোঁজের একদিন পর বাবুগঞ্জ উপজেলার বায়লাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র হৃদয়ের লাশ বৃহস্পতিবার সকালে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, চাঁদপাশা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের মৃত রসুল খানের ছেলে হৃদয় বুধবার দুপুরে বাড়ির পাশের খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। বৃহস্পতিবার সকালে খালের পানিতে ভাসমান অবস্থায় হৃদয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। নীলফামারী ॥ উম্মে খাতুর (৫৫) নামের চার সন্তানের জননী গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে কিশোরীগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের ফরুয়াপাড়া গ্রামের ওই নারীর স্বামী জামিয়ার রহমানের বাড়ি হতে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে মরদেহের ময়নাতদন্তের জন্য জেলার মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযোগ উঠেছে, পারিবারিক কলহে বুধবার গভীর রাতে স্বামী তাকে শ্বাসরোধ করে হত্যা করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার চালায়। ঘটনাস্থলে সাংবাদিকরা গেলে গৃহবধূর স্বামী জানান, তার স্ত্রী মানসিক বিকারগ্রস্ত। দীর্ঘদিন থেকে মাথা খারাপ থাকায় সে রান্নাঘরের তীরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। গলাচিপা ॥ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের চিনাবুনিয়া গ্রাম থেকে মিলি আক্তার (১৮) নামের গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ঘটনাস্থল থেকে পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে। মিলি আক্তারের শ্বশুরবাড়ির লোকজন ঘটনাটিকে আত্মহত্যা বলে জানিয়েছে। তবে পুলিশ প্রাথমিকভাবে ইউডি মামলা দায়ের করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। গাইবান্ধা ॥ সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের মংলারপাড়ার (ছাইগাড়ি) ফাঁকা জায়গায় রাস্তার উপর থেকে বৃহ¯পতিবার সকালে শহীদ মিয়া (১১) নামে এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেল থেকে সে নিখোঁজ ছিল। নিহত শহীদ মিয়া রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের জামদানি ম-লপাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে। তার বুকে ও পিঠে আঘাতের দাগ রয়েছে। লাশ উদ্ধারের সময় তার হাত ও পা দড়ি দিয়ে বাঁধা ছিল। পুলিশ জানায়, বুধবার বিকেলে শিশু শহীদ মিয়া তাদের রিক্সা-ভ্যানটি নিয়ে বাড়ির বাইরে বের হওয়ার পর থেকে নিখোঁজ হয়। সিরাজগঞ্জ ॥ বৃহস্পতিবার পুলিশ পৃথক স্থান থেকে দুই নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে। সদর উপজেলার খোকশাবাড়ী ও কালিয়া হরিপুর থেকে দুই নারীর ও সলঙ্গা থানার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের পাশে অজ্ঞাতপরিচয় লাশ উদ্ধার করা হয়। তার পরনে জিন্সের প্যান্ট এবং কালো গেঞ্জি রয়েছে। নিহতরা হলো- সদর উপজেলার কালিয়া আশা খাতুন (২৮) ও শারমিন খাতুন (১৯)। অপর লাশের বয়স আনুমানিক ৪২ বছর।
×