ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালে দারোগার ক্যারিশমার শিকার কিশোর

প্রকাশিত: ০৪:১৯, ৭ অক্টোবর ২০১৬

বরিশালে দারোগার ক্যারিশমার শিকার কিশোর

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বাবুগঞ্জ থানার এএসআই রাসেলের বিরুদ্ধে কিশোরকে রাতের আঁধারে ঘর থেকে ডেকে নিয়ে মাদক বিক্রেতা আখ্যা দিয়ে মোটা অংকের টাকা উৎকোচ দাবি করে অমানুষিক নির্যাতন করার অভিযোগ উঠেছে। কেদারপুর ইউনিয়নের পশ্চিম ভূতেরদিয়া গ্রামের হোসেন হাওলাদারের স্ত্রী শেফালী বেগম অভিযোগ করেন, দারোগা রাসেলের নির্যাতনে গুরুতর আহত তার পুত্র শাহীনকে হাসপাতালে ভর্তি করা হলেও সেখান থেকে দারোগা রাসেল তাদের তাড়িয়ে দিয়েছেন। ফলে বিনা চিকিৎসায় এখন শয্যাশায়ী রয়েছে কিশোর শাহীন। তিনি আরও অভিযোগ করেন, গত রবিবার রাতে সাড়ে ১০টার দিকে দারোগা রাসেল ও তার সোর্স একই গ্রামের সাইফুল ইসলামকে নিয়ে তাদের বাড়িতে গিয়ে ঘুমন্ত শাহীনকে ডেকে ঘরের বাহিরে নেয়। মাদক বিক্রির ভুয়া অভিযোগ তুলে সেখানেই শাহীনকে অমানুষিক নির্যাতন করা হয়। একপর্যায়ে তিনি দারোগার হাতেপায়ে ধরে মারধর না করার জন্য কান্নাকাটি শুরু করেন। এ সময় দারোগা রাসেল তার কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। শেফালী গরু বিক্রির ৬০ হাজার টাকা থেকে নগদ ২৫ হাজার টাকা দারোগার হাতে তুলে দেন। দারোগা রাসেল ঘরে ঢুকে জোরপূর্বক বাকি ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। শেফালী আরও জানান, দারোগার নির্যাতনে গুরুতর আহত শাহীনকে ওই রাতেই বাহেরচর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এ খবর পেয়ে দারোগা রাসেল পরদিন শাহীনকে গ্রেফতারের হুমকি দিয়ে হাসপাতাল থেকে তাড়িয়ে দেয়। স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল আলীম বলেন, এএসআই রাসেলের বিরুদ্ধে এ ধরনের অসংখ্য অভিযোগ রয়েছে। অভিযুক্ত এএসআই রাসেলের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি পুরো ঘটনা অস্বীকার করেন। এ ব্যাপারে বাবুগঞ্জ থানার ওসি আব্দুস ছালাম বলেন, এ ধরনের কোন ঘটনা আমার জানা নেই। তারপরও বিষয়টির খোঁজ নিয়ে অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
×