ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অর্থ আত্মসাত ॥ দুই প্রতারক গ্রেফতার

প্রকাশিত: ০৪:১৮, ৭ অক্টোবর ২০১৬

অর্থ আত্মসাত ॥ দুই প্রতারক গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৬ অক্টোবর ॥ প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রোগ্রাম অফিসার পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে দরিদ্র মানুষের কাছ থেকে আর্থিক সুবিধা নেয়ার অভিযোগে দুই যুবক কামরুল মোল্লা(৩৫) ও শাকিল জোমাদ্দারকে (৩৫) পুলিশ গ্রেফতার করেছে। মৎস্যবন্দর মহীপুর থেকে এদেরকে ইমন আবাসিক হোটেলের ১৪ নম্বর কক্ষ থেকে বুধবার সন্ধ্যায় মহিপুর থানা পুলিশ গ্রেফতার করেছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। উভয়কে বৃহস্পতিবার কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমা- চাওয়া হয়েছে। আদালত আসামিদের জেলহাজতে পাঠিয়ে আগামী রবিবার রিমান্ডের আবেদন শুনানির দিন ধার্য রেখেছে। পুলিশ জানায়, একদিন আগে গ্রেফতার দুই যুবক মহিপুরের ওই হোটেলে অবস্থান নেয়। একটি প্রকল্পের মাধ্যমে একতলা বিল্ডিং, একটি টিউবওয়েল ও একটি বাথরুম স্বল্পমূল্যে দেয়া হবে বলে কামরুল ও শাকিল মানুষকে জানায়। তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই প্রকল্পের প্রোগ্রাম অফিসার পরিচয় দেয়। এজন্য এরা প্রত্যেকের কাছ থেকে দশ হাজার করে আনুমানিক প্রায় এক লাখ টাকা হাতিয়ে নেয়। গ্রেফতার দুজনের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানায়। এর মধ্যে কামরুল মোল্লার বাড়ি সাপলেজা গ্রামে। তার বাবার নাম মৃত জয়নাল আবেদীন। আর শাকিলের বাবার নাম সেলিম জোমাদ্দার। বাড়ি সোনাখালী গ্রামে। গ্রেফতার কামরুলের দাবি তার বোন শিরিন আক্তার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আশ্রয়ণ প্রকল্পে চাকরি করেন। মাদকবিরোধী শপথ নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী, ৬ অক্টোবর ॥ ‘মাদকমুক্ত সুস্থ জাতি চাই-নেশামুক্ত সুন্দর জীবন চাই’ স্লোগান সামনে রেখে বৃহস্পতিবার রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উদ্যোগে জেলা সদরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা একযোগে শপথ গ্রহণ, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে। রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় সংলগ্ন প্রধান সড়কে সকালে মানববন্ধন এবং বিদ্যালয় মিলনায়তনে শপথ গ্রহণ ও মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ প্রতিবন্ধী শিক্ষার্থীকে স্কুল ড্রেস প্রদান স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বীরগঞ্জ উপজেলায় কারিতাসের আলোঘর প্রকল্পের আওতায় বৃহস্পতিবার ২৯ প্রতিবন্ধী শিক্ষার্থীকে স্কুল ড্রেস প্রদান করা হয়েছে। কারিতাস কার্যালয় মিলনায়তনে মোস্তাকিম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন মনোরঞ্জন রায়, শাহাজাহান হক, বাবুল মুর্মু, সিলভিয়া রোজারিও প্রমুখ। অনুষ্ঠানে প্রতিবন্ধী শিক্ষার্থীরা চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
×