ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যৌতুক ॥ নির্যাতনের শিকার গৃহবধূ হাসপাতালে

প্রকাশিত: ০৪:১৮, ৭ অক্টোবর ২০১৬

যৌতুক ॥ নির্যাতনের শিকার গৃহবধূ হাসপাতালে

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী নগরীতে যৌতুকের দাবিতে নির্যাতনের শিকার হয়েছেন বিউটি খাতুন (২৩) নামের এক গৃহবধূ। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। ১০ লাখ টাকা যৌতুক দিয়ে রেলের চাকরি পাইয়ে দেয়ার পরও আরো যৌতুকের দাবিতে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন তাকে নির্যাতন করেছে বলে অভিযোগ গৃহবধূ বিউটির। এ ঘটনায় নগরীর বোয়ালিয়া থানায় অভিযোগ করা হয়েছে। নির্যাতনের শিকার বিউটির মামা দুলাল হোসেন বলেন, বিউটি রাজশাহী সরকারী মহিলা কলেজের অনার্সের শিক্ষার্থী। রাজশাহী নগরীতে খালার বাসায় থেকে পড়ালেখা করতেন। তাদের বাড়ি সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধুবিল এলাকায়। তিন বছর আগে বিউটির বিয়ে হয় নগরীর শিরইল কাঁচাবাজার এলাকার আখতারুজ্জামানের ছেলে তারিকুজ্জজামানের সঙ্গে। বিয়ের পর থেকেই যৌতুকের কারণে প্রায় বিউটিকে নির্যাতন করা হতো। তরিকুজ্জামানকে ১০ লাখ টাকা যৌতুক হিসেবে দিয়ে রেলওয়ের এটেন্ডেন্স পদে চাকরিও পাইয়ে দেয়া হয়। চাকরিতে যোগদানের পর থেকে আরও যৌতুকের দাবি করে প্রায় তাকে নির্যাতন করা হতো। এ কারণে শ্বশুরবাড়ি থেকে বের হয়ে স্বামীসহ নগরীর ভদ্রা জামালপুর এলাকায় ভাড়া বাসায় উঠে তারা। সেখানেই তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হতো। বুধবার সকালে ভাড়া বাসা থেকে ডেকে শ্বশুরে বাসায় নিয়ে ব্যাপক নির্যাতন করা হয় বিউটিকে। স্বামী তারিকুজ্জামান, শ্বশুর আখতারুজ্জামান, শাশুড়ি শিউলি বেগম, ননদ সম্পা ও তারিকুজ্জামানের সহকর্মী ওহাব মিলে বিউটির ওপর নির্যাতন চালায়। বিকেলের দিকে তাকে একটি রিকশায় তুলে ভাড়াবাসায় পাঠিয়ে দেয়া হয়। খবর পেয়ে তার আত্মীয়রা তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে আইসিইউতে হস্তান্তর করা হয়। বিউটি জানান, শ্বশুর বাড়িতে ডেকে নিয়ে সবাই মিলে তাকে মারধরসহ বেদম নির্যাতন করে। তার শরীরের বিভিন্ন অংশ ফুলে গেছে। ঠোঁট কেটে গেছে। কোলের শিশুকেও মারধর করা হয়েছে। এ ঘটনায় নির্যাতনের শিকার বিউটির ছোট ভাই মেহেদি হাসান বাদী হয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানায় স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। ওয়াওবক্স গ্রাহক সংখ্যা ৫০ লাখ দেশের এক নম্বর লাইফস্টাইল এ্যাপ্লিকেশন ওয়াওবক্স ব্যবহারকারীর সংখ্যা ৫০ লাখের মাইলফলক অতিক্রম করেছে। আর এর মাধ্যমে দেশের সবচেয়ে বেশিবার ডাউনলোড করা ডিজিটাল এ্যাপ্লিকেশন এখন গ্রামীণফোনের ওয়াওবক্স। ২০১৫ সালের মে মাসে এ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধনের পর অভিনব সব ফিচার, সমসাময়িক বিষয়বস্তু, আকর্ষণীয় ও চমকপ্রদ সব অফারের মাধ্যমে তরুণ প্রজন্মকে আকৃষ্ট করেছে ওয়াওবক্স। ৫০ লাখ গ্রাহক এ্যাপটিকে দেশের সবচেয়ে ব্যবহৃত লাইফস্টাইল এ্যাপ্লিকেশনে পরিণত করেছে। প্রতি সপ্তাহে ১৫ লাখের বেশি মানুষ নিয়মিত এ্যাপটি ব্যবহার করে। ওয়াওবক্স গ্রাহকদের জন্য অভিনব ও আকর্ষণীয়ভাবে লাইফস্টাইলের সব উপকরণকে নিয়ে এসেছে। এ এ্যাপের মাধ্যম গ্রামীণফোন ব্যবহারকারীরা সাম্প্রতিক খবর, খেলা, স্বাস্থ্য টিপস, জোকস, মজার সব গেমস, বিনামূল্যে নতুন সব গান, হোটেল ও রেস্টুরেন্টে ছাড়ের খবর এবং গ্রামীণফোনের পণ্য ও সেবার হালনাগাদ সব খবর পাবেন। এ্যাপটির জিরো-রেটেড প্ল্যাটফর্মের কারণে ওয়াওবক্স ব্যবহারে গ্রাহকের কোন ইন্টারনেট ডাটা খরচ হবে না। এছাড়াও ওয়াওবক্সে বিনামূল্যে সাপ্তাহিক ২০ মেগাবাইট ফ্রি ডাটা থেকে শুরু করে বিভিন্ন ডিসকাউন্ট এবং বিভিন্ন রেস্টুরেন্ট ও হোটেলে ছাড়সহ আকর্ষণীয় অফারের সব খবর পাওয়া যাবে। -বিজ্ঞপ্তি
×