ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিখোঁজ স্বামীর সন্ধান চান নার্গিস

প্রকাশিত: ০৪:১৭, ৭ অক্টোবর ২০১৬

নিখোঁজ স্বামীর সন্ধান চান নার্গিস

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ৬ অক্টোবর ॥ কুষ্টিয়ার দৌলতপুরে গোয়েন্দ পুলিশ (ডিবি) পরিচয়ে তুলে নেয়ার ১১ দিনেও স্বামী হাবু ম-লের (৪৮) কোনো খোঁজ পাননি নার্গিস আক্তার। এ ঘটনায় নার্গিস আক্তার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে পুলিশ তা নেয়নি বলেও সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন তিনি। বৃহস্পতিবার দুপুর ১টায় নিজ বাড়ির আঙিনায় স্ত্রী নার্গিস আক্তার সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগে উল্লেখ করেন, গত ২৬ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের হানিফ মণ্ডলের ছেলে হাবু ম-ল ও একই এলাকার আনার সর্দারের ছেলে মোঃ হক সর্দার একসঙ্গে বৈরাগীরচর ভাঙ্গাপাড়া গ্রামে যাচ্ছিলেন। পথে বৈরাগীরচর মাঠের মধ্যে ডিবি পুলিশ পরিচয়ে হাবু ম-লকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকেই তিনি নিখোঁজ। এ ঘটনার পরদিন হাবু ম-লের স্ত্রী নার্গিস আক্তার দৌলতপুর থানায় স্বামী নিখোঁজের জিডি করতে গেলে দৌলতপুর থানার কর্তব্যরত পুলিশ বিভিন্ন অজুহাতে জিডি না নিয়ে তাকে ফিরিয়ে দেন। এছাড়াও তিনি তার স্বামীর খোঁজে ডিবি পুলিশসহ প্রশাসনের লোকজনের সঙ্গে যোগাযোগ করেও তার স্বামীর কোন সন্ধান পাননি। সংবাদ সম্মেলনে নার্গিস আক্তার আরও বলেন, মাদকের একটি মিথ্যা মামলায় ৩ মাস জেল খেটে দুই মাস আগে জামিনে মুক্ত হয়ে তার স্বামী কৃষি কাজে নিয়োজিত ছিল। কিন্তু গত ২৬ সেপ্টেম্বর দুপুরে মোটরসাইকেলযোগে তার স্বামীকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়া হয় বলে জানান তার সঙ্গে থাকা হক সর্দার। তবে জিডি না নেয়ার বিষয়টি অস্বীকার করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ জানান, এমন অভিযোগ তাদের জানা নেই এবং কেউ জিডি করতেও আসেনি থানায়। গাজীপুরে মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ ॥ আহত ২২ স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় বৈধ গ্যাস সংযোগ, ড্রেনেজ ব্যবস্থা ও সড়কের উন্নয়নসহ ১০ দফা দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে বৃহস্পতিবার লাঠিচার্জ করেছে ডিবি পুলিশ। এতে সাংবাদিকসহ ২২ জন আহত হয়েছেন। আহতরা জানান, জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজবাড়ি সড়কের পাশে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্থানীয় অর্ধসহ¯্রাধিক মানুষ মানববন্ধন কর্মসূচী শুরু করে। গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় বৈধ গ্যাস সংযোগ দেয়া এবং অবৈধ গ্যাস-সংযোগকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা না নিয়ে সেগুলো বৈধকরণ করা, ড্রেনেজ ও সড়কের উন্নয়ন এবং শহরের রাজবাড়ি সড়কের রেলক্রসিংয়ে ফ্লাইওভার নির্মাণসহ ১০ দফা দাবিতে গাজীপুর মহানগর উন্নয়ন কমিটির ব্যানারে এ কর্মসূচীর আয়োজন করা হয়। মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন ওই কমিটির সভাপতি ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদ জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন ওই কমিটির মহাসচিব ও শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া।
×