ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে

বরিশালে হাত বাড়ালেই মাদক

প্রকাশিত: ০৪:১৭, ৭ অক্টোবর ২০১৬

বরিশালে হাত বাড়ালেই মাদক

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারির মধ্যেও দুর্গোৎসবকে সামনে রেখে বরিশাল জেলা শহরসহ প্রতিটি উপজেলায় মাদক বেচাকেনা ব্যাপক বেড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা সদরসহ প্রত্যন্ত অঞ্চলে এখন হাত বাড়ালেই মিলছে মরণ নেশা হেরোইন, ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা। জানা গেছে, বেনাপোল ও খুলনা থেকে যশোর হয়ে গোপালগঞ্জ ভায়া কোটালীপাড়ার মধ্য দিয়ে আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট মহাসড়ক ধরে গৌরনদী হয়ে অনায়াসেই মাদকের বড় বড় চালান পৌঁছে যায় বরিশাল বিভাগীয় শহরসহ দক্ষিণাঞ্চলীয় জেলাগুলোতে। দীর্ঘদিন থেকে মাদক বিক্রেতারা এ রুটকে মাদকপাচারের নিরাপদ ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে আসছে। সম্প্রতি র‌্যাব ও পুলিশের কড়া নজরদারির ফলে মাদক বিক্রেতারা ভিন্নপথ অবলম্বন করে পয়সারহাটসহ রামশীল, বাগধা, মাহিলাড়া ও চাঁদশীর রুটকে ব্যবহার শুরু করেছে। সূত্রমতে, একমাত্র র‌্যাব সদস্যদের অভিযানে ইতোমধ্যে একাধিক মাদক বিক্রেতা আটক হয়েছে। এছাড়া পুলিশ প্রশাসন মাঝে মধ্যে দায়সারাভাবে দু’একজন গাঁজা বিক্রেতা ও সেবনকারী গ্রেফতার করলেও বরাবরই মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থাকায় কোনভাবেই মাদক বেচাকেনা বন্ধ করা যাচ্ছে না। থানা পুলিশের একাধিক কর্মকর্তারা দাবি করেছেন, আইনী দুর্বলতার কারণেই মাদক ব্যবসায়ী কিংবা সেবনকারীদের আটক করে বেশিদিন আটক করে রাখা সম্ভব হচ্ছে না। সূত্রে আরও জানা গেছে, মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে খুচরা মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের সাজা প্রদান করা হলেও বরাবরই মাদক পাচারকারীরা ধরাছোঁয়ার বাইরে থাকায় মাদক পাচার কোনভাবেই দমানো যাচ্ছে না। আগৈলঝাড়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, শারদীয় দুর্গা পূজাকে সামনে রেখে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে তথা মাদক বিক্রেতাদের দমনে ইতোমধ্যে পুলিশ কাজ শুরু করেছে। জেলা পুলিশের বিশেষ শাখার সর্বশেষ তালিকানুয়ায়ী, আগৈলঝাড়ায় পাইকারি গাঁজা, ফেনসিডিল ও ইয়াবা বিক্রেতার সংখ্যা ৩৮ জন। এদের মধ্যে শিবির, বিএনপি নেতা থেকে ক্ষমতাসীন দলেরও প্রভাবশালীদের নাম রয়েছে। এ ব্যাপারে জেলা পুলিশ সুপার এসএম আকতারুজ্জামান জানান, দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তার পাশাপাশি মাদকের ছোবল থেকে রক্ষা করতে জেলার প্রতিটি থানার ওসিদের কঠোর নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ এলাকায় কড়া পুলিশ প্রহরার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের ব্যাপারে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে প্রতিদিনই থানা পুলিশ অভিযান পরিচালনা করে আসছে।
×