ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইউনাইটেড পাওয়ারের স্পট মার্কেটে লেনদেন শুরু

প্রকাশিত: ০৪:০০, ৭ অক্টোবর ২০১৬

ইউনাইটেড পাওয়ারের স্পট মার্কেটে লেনদেন শুরু

বার্ষিক সাধারণ সভার (এজিএম) রেকর্ড ডেটের আগে বৃহস্পতিবার স্টক এক্সচেঞ্জে ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ইউপিজিডিসিএল) শেয়ার শুধু স্পট ও ব্লক মার্কেটে কেনাবেচা শুরু হবে। জুন ক্লোজিংয়ের বাধ্যবাধকতায় এবার ১৮ মাসে হিসাব বছর গণনা করেছে ইউপিজিডিসিএল। এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ৫৭ পয়সা। ৩০ জুন কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪ টাকা ৫০ পয়সা। এদিকে ৮০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশের পর গেল হিসাব বছরের জন্য ৪৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ সুপারিশ করেছে বিদ্যুত খাতের তালিকাভুক্ত কোম্পানিটি। ২৯ অক্টোবর সকাল ১০টায় রাজধানীর আর্মি গলফ ক্লাবে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করবে কোম্পানিটি। এর রেকর্ড ডেট ১০ অক্টোবর। -অর্থনৈতিক রিপোর্টার সাউথ ইস্ট মিউচুয়াল ফান্ডের ইপিএস ২৯ পয়সা সাউথ ইস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড প্রথম প্রান্তিকে ইউনিট প্রতি আয় (ইপিইউ) করেছে ২৯ পয়সা। ফান্ডটির প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ’১৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আগের বছরের একই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় ছিল ৬১ পয়সা। সেই হিসেবে ফান্ডটির আয় কমেছে ৫২ দশমিক ৪৫ শতাংশ। প্রসঙ্গত, ‘এ’ ক্যাটাগরির ফান্ডটি ২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×