ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ট্যাম্পাকো কারখানার ৩ কোটি টাকার মাল চুরির অভিযোগে মামলা

প্রকাশিত: ০৯:১৪, ৬ অক্টোবর ২০১৬

ট্যাম্পাকো কারখানার ৩ কোটি টাকার মাল চুরির অভিযোগে মামলা

স্টাফ রিপোর্টার/নিজস্ব সংবাদদাতা, গাজীপুর ও টঙ্গী থেকে ॥ গাজীপুরে টঙ্গী বিসিক শিল্পনগরীতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকা-ে ধ্বংসপ্রাপ্ত ট্যাম্পাকো ফয়েলস কারখানার প্রায় ৩ কোটি টাকা মূল্যের মালামাল বা ওয়েস্টেজ চুরি ও লুটপাটের অভিযোগে টঙ্গী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। কারখানার নিরাপত্তা প্রহরী ওয়াজেদ মোল্লা বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং কারখানার মূল্যবান সম্পদ রক্ষার্থে ওই মামলা দায়ের করেন। তবে এ মামলাটি অসৎ উদ্দেশে বিশেষ করে বীমা সুবিধা আদায়ের জন্য দায়ের করা হয়েছে বলে স্থানীয়রা দাবি করেছে। টঙ্গী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, টঙ্গীর বিসিক নগরীতে বিএনপির সাবেক সাংসদ মকবুল হোসেনের মালিকানাধীন ট্যাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানায় গত ১০ সেপ্টেম্বর ভোরে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকা-ের ঘটনা ঘটে।
×