ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গুলশান হামলা

অভিযোগ থেকে অব্যাহতি তাহমিদ ও হাসনাতের

প্রকাশিত: ০৮:৩৮, ৬ অক্টোবর ২০১৬

 অভিযোগ থেকে  অব্যাহতি  তাহমিদ ও হাসনাতের

কোর্ট রিপোর্টার ॥ গুলশান হামলায় জড়িত সন্দেহে গ্রেফতার হওয়া নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষক হাসনাত করিম ও কানাডা প্রবাসী তাহমিদ হাসিব খান দুজনই অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন। তদন্ত কর্মকর্তার আবেদন অনুযায়ী বুধবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মোঃ নুর নবী শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে বহুল আলোচিত এই দুই আসামিকে ৫৪ ধারা থেকে অব্যাহতির আবেদন করা হয়। সম্প্রতি কাউন্টার টেররিজম ইউনিটে কাউন্টার টেররিজম ইউনিট গুলশান হামলায় আসামি দুজনের সম্পৃক্ততা পাওয়া যায়নি জানিয়ে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা থেকে অব্যাহতির আবেদন করে। এর আগে গত ২ অক্টোবর তাহমিদকে জামিন প্রদান করে আদালত। হলি আর্টিজান রেস্তরাঁয় জঙ্গী হামলার পরদিন সকালে একজন জাপানী, দুজন শ্রীলঙ্কানসহ ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। তাদের মধ্যেই ছিলেন তাহমিদ ও হাসনাত। এ ঘটনায় ৪ জুলাই গুলশান থানায় হত্যা মামলা করে পুলিশ, যাতে দুজনকেই আসামি করা হয়।
×