ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুদকের মামলায় এলজিইডি প্রকৌশলী গ্রেফতার

প্রকাশিত: ০৮:৩৭, ৬ অক্টোবর ২০১৬

দুদকের মামলায় এলজিইডি প্রকৌশলী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ সড়ক নির্মাণ প্রকল্পের কোটি টাকা আত্মসাতের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) উপ-পরিচালক প্রকৌশলী তামজীদ সারোয়ারকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের জনসংযোগ কর্মকর্তা বলেন, বুধবার সকালে মিরপুরের পাইকপাড়া থেকে কমিশনের উপ-পরিচালক এসএম রফিকুল ইসলাম তাকে গ্রেফতার করেন। তিনি জানান, সুনামগঞ্জ এলাকায় সড়ক নির্মাণ প্রকল্পে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোটি টাকা আত্মসাতের এক মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সুনামগঞ্জের ধর্মপাশা থানায় তামজীদের বিরুদ্ধে এ মামলা করে সিলেট দুদক। ২০১০-১২ সুনামগঞ্জে এলজিইডির নির্বাহী প্রকৌশলী থাকার সময় তামজীদ জেলার ধর্মপাশা-জয়শ্রী এলাকায় সড়ক নির্মাণ প্রকল্প থেকে এক কোটি দুই লাখ ৪২ হাজার টাকা আত্মসাত করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
×