ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এশিয়া-প্যাসিফিক সুপার হাইওয়ের চেয়ারম্যান বাংলাদেশ

প্রকাশিত: ০৮:৩৭, ৬ অক্টোবর ২০১৬

এশিয়া-প্যাসিফিক সুপার হাইওয়ের চেয়ারম্যান বাংলাদেশ

বিডিনিউজ ॥ বাংলাদেশ আগামী এক বছরের জন্য এশিয়া-প্যাসিফিক ইনফরমেশন সুপার হাইওয়ে ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। মঙ্গলবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ইউএন-এসকাপ ও ইন্টারনেট সোসাইটি আয়োজিত উচ্চ পর্যায়ের এক ফোরামে বাংলাদেশকে এশিয়া-প্যাসিফিক ইনফরমেশন সুপার হাইওয়ে ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান হিসেবে বেছে নেয়া হয়। এশিয়া-প্যাসিফিক ইনফরমেশন সুপার হাইওয়ের মাধ্যমে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে ট্রান্স-এশিয়ান রেললাইন বরাবর ফাইবার অপটিক কেবলের মাধ্যমে সংযুক্ত করা হবে। বুধবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ওই ফোরামে ইন্টারনেট অব অপরচুনিটি ইন দ্য এশিয়া প্যাসিফিক শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
×