ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দারুস সালাম থানার ৪ পুলিশ সাসপেন্ড

প্রকাশিত: ০৮:২২, ৬ অক্টোবর ২০১৬

দারুস সালাম থানার ৪ পুলিশ সাসপেন্ড

স্টাফ রিপোর্টার ॥ মাদক মামলার ভয় দেখিয়ে ঘুষ নেয়ার অভিযোগে রাজধানীর দারুস সালাম থানার চার পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন- দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শ্যামল দাস বংশী, কনস্টেবল মোহাম্মদ ফয়েজ এবং কনস্টেবল কামরুল ইসলাম। বুধবার সকালে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনারের নির্দেশে এ চার পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মোঃ মাসুদুর রহমান বলেন, সংবাদপত্রে প্রকাশিত সংবাদের ভিত্তিতে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই সংবাদপত্রে প্রকাশিত খবরে বলা হয়েছে বরখাস্ত হওয়া চার পুলিশ কর্মকর্তা এক ব্যবসায়ীকে মাদক মামলার ভয় দেখিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে দশ হাজার টাকা আদায় করেছেন। এ ঘটনায় মিরপুর বিভাগের দারুস সালাম জোনের এডিসি শরীফুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে ঘটনার প্রতিবেদন দাখিল করতেও বলা হয়েছে।
×