ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হাজারীবাগে আগুনে ৩শ’ ঘর পুড়েছে

প্রকাশিত: ০৮:১৩, ৬ অক্টোবর ২০১৬

হাজারীবাগে আগুনে ৩শ’ ঘর পুড়েছে

স্টাফ রিপোর্টার ॥ হাজারীবাগের বৌ বাজারের আগুন নিভেছে। আগুন লাগার ঘণ্টাখানেকের মধ্যে দমকল বাহিনীর ৭টি ইউনিট তা নিয়ন্ত্রণে আনে। বুধবার দুপুরে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। বুধবার দুপুর ১টা ৫৫ মিনিটে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের সদর দফতরের ডিউটি কর্মকর্তা জানান, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শীরা জানান- বস্তিতে প্রায় তিন শ’ ঘর পুড়ে গেছে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানা যায়নি। বস্তিবাসীও আগুন কিভাবে লেগেছে তা সুনির্দিষ্টভাবে বলতে পারেনি। তবে তাদের রান্নাঘরের চুলা থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে। পুলিশ জানায়, ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। হাজারীবাগ থানার ওসি মীর আলিমুজ্জামান বলেন, ওই বস্তিতে বাঁশের উপর শ’ তিনেক ঘর রয়েছে। এর অধিকাংশই পুড়ে গেছে। একজন ট্যানারি মালিক ব্যাংক থেকে ঋণ নিয়ে ওই জমি নিয়েছিলেন। এরপর তিনি সেখানে ঘর তুলে বস্তি করে লোকজনকে ভাড়া দেন। আগুনে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
×