ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:২৭, ৬ অক্টোবর ২০১৬

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

১. কোন ব্যয়ের ফলাফল পরবর্তী বছরে স্থানান্তরিত হয়? ক) পণ্য ব্যয় খ) স্থায়ী ব্যয় গ) কালীন ব্যয় ঘ) সুযোগ ব্যয় ২.লাভসহ বিক্রয়ের সমপরিমাণ হলো - ক) বিক্রিত পণ্যের ব্যয় - মোট ক্ষতি খ) বিক্রিত পণ্যের ব্যয় + মোট মুনাফা গ) মোট মুনাফা - বিক্রিত পণ্যের ব্যয় ঘ) মোট মুনাফা + নিট মুনাফা ৩.পণ্যের উৎপাদনের সাথে সম্পর্কহীন ব্যয় হলো- র. প্রত্যক্ষ ব্যয় রর.ডক চার্জা ররর. বেতন নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) রর ও ররর ৪. যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণীর ধাপ কয়টি? ক) তিনটি খ) চারটি গ) পাঁচটি ঘ) ছয়টি ৫.মি. সায়েম অনিক টেক্সটাইলস লিমিটেড এর ১০০ টাকা মূল্য মানের ২০০ শেয়ার ক্রয় করলেন। তার দায় কত টাকা পর্যন্ত সীমাবদ্ধ? ক) ৫,০০,০০০ টাকা খ) ২,০০,০০০ টাকা গ) ৫০,০০০ টাকা ঘ) ২০,০০০ টাকা ৬. জামশেদ খান তার ব্যবস্থাপকদের বিক্রয় বাজেট প্রণয়নের নির্দেশ দেন। এক্ষেত্রে ব্যবস্থাপক জহির চৌধুরী বিক্রয় বাজেট প্রণয়নের পূর্বে কোনটি সম্পর্কে অবহিত হতে হয়? ক) সরকারের নীতিমালা খ) উৎপাদন ক্ষমতা গ) শ্রম ব্যবস্থা ঘ) আর্থিক ক্ষমতা ৭. প্রতিমাসের শেষে উত্তোলন করলে কত মাসের সুদ ধরতে হবে? ক) ৬ মাসের খ) ৫ মাসের গ) ৫.৫ মাসের ঘ) ৬.৫ মাসের ৮. মূলধন জাতীয় আয়- র. আজীবন সভ্যের চাঁদা রর. বিনিয়োগ বিক্রয় ররর. ঋণ গ্রহণ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৯.বাজেটে উল্লেখ করা হয়- র.সম্ভাব্য আয় ও এর উৎসসমূহ রর.নগদ প্রবাহ ও এর উৎসসমূহ ররর.ব্যয়ের পরিমাণ এবং এর উৎসসমূহ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১০. চলতি অনুপাতের আদর্শমান হলো - ক) ১ : ১ খ) ১ : ২ গ) ১ : ৩ ঘ) ২ : ১ ১১. কোম্পানির আইনের কত ধারায় কোম্পানির আর্থিক অবস্থার বিবরণীর ছকের উল্লেখ আছে? ক) ১৮১ ধারা খ) ১৯৩ ধারা গ) ১৮৫ ধারা ঘ) ১৯০ ধারা ১২.ব্যবসায় জগতে কোন বাজেটকে অন্যান্য সকল বাজেটের মেরুদন্ড/প্রাণকেন্দ্র বলা হয়? ক) নগদান বাজেট খ) উৎপাদন বাজেট গ) বিক্রয় বাজেট ঘ) সামগ্রিক বাজেট ১৩.কোম্পানির ব্যবস্থাপনা পর্ষদ কাদের দ্বারা নির্বাচিত বা নিয়োগপ্রাপ্ত হন? ক) শেয়ারহোল্ডার কর্তৃক খ) পরিচালক কর্তৃক গ) ঋণদাতা কর্তৃক ঘ) সরকার কর্তৃক ১৪. বহুঘরবিশিষ্ট ছকের দ্বিতীয় ধাপে কী লেখা হয়? ক) ক্রয় খ) উদ্বৃত্ত গ) বিক্রয় ঘ) ক ও গ উভয়ই ১৫. সমন্বিত মূলধন হিসাব হলো- র. অংশীদারদের মূলধন হিসাবের জের সমন্বয়কারী হিসাব রর. লাভ-ক্ষতি সমন্বয় বন্টন হিসাবের ডেবিট দফা সমন্বিত মূলধন হিসাব ক্রেডিটে স্থানান্তরের বিবরণী ররর. লাভ-ক্ষতি সমন্বয় হিসাবের ক্রেডিট দফা সমন্বিত মূলধন হিসাব ডেবিট করার বিবরণী নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
×