ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আঠারোয় জয়ধ্বনি

প্রকাশিত: ০৬:২৩, ৬ অক্টোবর ২০১৬

আঠারোয় জয়ধ্বনি

গত ১ অক্টোবর। রাত ১২টা ১ মিনিটে কেক কেটে উদযাপন করা হয়েছে। দেশের প্রথম ডিজিটাল বাংলা টেলিভিশন চ্যানেল। চ্যানেল আইয়ের জন্মদিন। আঠারোয় জয়ধ্বনি সেøাগান নিয়ে চ্যানেল আই পা রেখেছে আঠারো বছরে। বাংলাদেশের ইলেক্ট্রনিক গণমাধ্যমের গঠনমূলক ও সৃজনশীল বিকাশের ইতিহাসে চ্যানেল আইয়ের অগ্রযাত্রা উজ্জ্বল দৃষ্টান্ত। ‘হৃদয়ে বাংলাদেশ’ চেতনা নিয়ে ১৯৯৯ সালের ১ অক্টোবর শুরু করে পথচলা । দীর্ঘ আঠারো বছর সৃজনশীলতা, দেশপ্রেম, স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় চ্যানেল আইয়ের ভূমিকা প্রশংসনীয়। অনুষ্ঠান আয়োজনের দিক থেকে চ্যানেল আই বরাবরই সর্বস্তরের মানুষের সঙ্গে গড়ে তুলেছে সম্প্রীতির সেতুবন্ধন। যে দায়বদ্ধতা নিয়ে শুরু হয়েছিল পথচলা, তা রক্ষার্থে দৃঢ়তা লক্ষ্য করা গেছে বরাবর চ্যানেল আইয়ের জন্মদিন উপলক্ষে তেজগাঁওয়ের ভবন প্রাঙ্গণে ছিল দিনব্যাপী মিলনমেলা ও সাংস্কৃতিক পরিবেশনা। কেক কাটা অনুষ্ঠানে, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, পরিচালক জহির উদ্দিন মাহমুদ ও মুকিত মজুমদার বাবু, ড. মিজানুর রহমান, মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ খ ম মোজাম্মেল হক, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) এম সাখাওয়াত হোসেনসহ অনেক গুণীজন উপস্থিত থেকে চ্যানেল আইয়ের জন্মদিন উপভোগ করে এবং দীর্ঘায়ু কামনা করেন। চ্যানেল আই সংবাদ, তৃতীয় মাত্রা, প্রকৃতি ও জীবন, কৃষিবিষয়ক অনুষ্ঠান হৃদয়ে মাটি ও মানুষ, জীবন যেখানে যেমন, বিবিসি বাংলাদেশ সংলাপ, আমি বইয়ের কথা বলছি, সিনেমার গান, কৃষকের ঈদ আনন্দকণ্ঠ, গানে গানে সকাল এমন সব বৈচিত্র্যময় অনুষ্ঠান পরিবেশন করে আসছে এই চ্যানেলটি, পাশাপাশি গণমানুষের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা ও অধিকারের সহযোগী হয়ে কাজ করছে দেশের এই প্রথম ডিজিটাল বাংলা টেলিভিশন। আনন্দকণ্ঠ ডেস্ক
×