ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফেয়ার এ্যান্ড লাভলী মেন হিরো রি-গাইডলাইন

প্রকাশিত: ০৬:২৩, ৬ অক্টোবর ২০১৬

ফেয়ার এ্যান্ড লাভলী মেন হিরো রি-গাইডলাইন

হিরো হওয়ার অনেক, অনেককিছু প্রমাণ লাগে। কখনো অনেক কষ্ট সহ্য করতে হয়। কারণ স্বপ্নটা আকাশছোঁয়া। সেই স্বপ্নে পৌঁছতে প্রয়োজন অদম্য মনোবল। তাই এই স্বপ্ন পূরণের জন্যই ফেয়ার অ্যান্ড লাভলী মেন নিয়ে এসছে ‘ফেয়ার অ্যান্ড লাভলী মেন চ্যানেল আই হিরো, পাওয়ার্ড বাই বাংলাদেশ আর্মি’। ২৯ জুন থেকে শুরু হওয়া এই শো-এর ১৫টি পর্ব ইতিমধ্যে শেষ। আগামী ৮ অক্টোবর ঘোষনা করা হবে সেই এক নাম, যে হবে ফেয়ার অ্যান্ড লাভলী মেন চ্যানেল আই হিরো, পাওয়ার্ড বাই বাংলাদেশ আর্মি-এর ১ম হিরো। অসংখ্য প্রতিযোগীর মধ্য থেকে অনেকরকম ট্যাস্কের মাধ্যমে বাছাই করা হয় সেরা পনেরো। এরপর সেরা পনেরো বাংলাদেশ আর্মির তত্ত্বাবধায়নে বিভিন্ন রকম টাস্ক শেষ করে। পুরো ব্যাপারটাই তাদের জন্য ছিলো খুবই কষ্টসাধ্য। এদের মধ্যে থেকে বাছাই করা সেরা দশজন নাচ, অ্যাকশন, অভিনয়, র‌্যাম্প মডেলিং, ফটো শ্যুট এবং টিভিসে-তে অভিনয়ের মতো বিভিন্ন চ্যানেঞ্জে নিজেদের প্রমাণ করে জায়গা করে নেয় সেরা পাঁচে। সেরা পাঁচে আছে বাঁধন, নীল, তন্ময়, পূষন এবং সজীব, যারা নিচেদের প্রমাণ করে নিয়ে গেছে এক অন্য উচ্চতায়। এই পাঁচজনকে নিয়েই হবে গ্র্যান্ড ফিনালে। এই শো- এর সফলতায় বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন দেশের নামকরা শিল্পীরা। প্রধান বিচারক হিসেবে ছিলেন জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ এবং অভিনেত্রী তানিয়া আহমেদ। বিভিন্ন সময় অতিথি বিচারক হিসেবে ছিলেন দেশের স্বনামধন্য অভিনেতা আলমগীর, ফেরদৌস, নোবেল, অভিনেত্রী মাহি, তারিন এবং পরিচালক গাজী শুভ্র। আনন্দকণ্ঠ ডেস্ক
×