ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্ব রোবট সম্মেলন ২০২০ সালে

প্রকাশিত: ০৫:৫৮, ৬ অক্টোবর ২০১৬

বিশ্ব রোবট সম্মেলন ২০২০ সালে

জাপানে ২০২০ সালে অনুষ্ঠিত হবে বিশ্বের প্রথম রোবট সম্মেলন। ওই বছরই টোকিওতে বসবে অলিম্পিকের আসর, যেখানে মানুষ পদক জয়ের জন্য একে অন্যেও সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হবে। অন্যদিকে আরেকটি প্রতিযোগিতা চলবে প্রাণবিহীন রোবট নামের বুদ্ধিমান যন্ত্রগুলোর মধ্যে। ‘প্রতিযোগিতা ও প্রদির্শনী’ নামের ওই রোবট সম্মেলন আয়োজন করবে জাপানের বাণিজ্য মন্ত্রণালয়। শিল্পক্ষেত্রে মানুষের সঙ্গে রোবটের একত্র সহবস্থান ও পারস্পরিক বোঝাপড়া বাড়ানোই যার উদ্দেশ্য, দেশটির একজন শীর্ষ সরকারী কর্মকর্তা বুধবার একথা বলেছেন। উল্লেখ্য, রোবোটিক্স বা রোবট বিজ্ঞান নিয়ে গবেষণায় জাপান অনেক দূর এগিয়ে গেছে। দেশটি ইতোমধ্যেই আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে নিঃসঙ্গ নভোচারীদের সঙ্গ দেয়ার জন্য রোবট পাঠিয়েছে। কৃষি ও রান্নার মতো কাজে জাপানে ইতোমধ্যেই রোবটের ব্যবহার শুরু হয়েছে। -এএফপি
×