ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাইক্রোসফটের নিরাপত্তা জাল

প্রকাশিত: ০৫:৫৮, ৬ অক্টোবর ২০১৬

মাইক্রোসফটের নিরাপত্তা জাল

বিদেশী সরকারগুলোর সঙ্গে আস্থার সম্পর্ক জোরদার করতে কাজ করে যাচ্ছে টেক জায়ান্ট মাইক্রোসফট। এরই অংশ হিসেবে কোম্পানিটি মঙ্গলবার সিঙ্গাপুরে একটি সিকিউরিটি সেন্টার উদ্বোধন করেছে। এর নাম দেয়া হয়েছে স্বচ্ছতা ও সাইবার নিরাপত্তা কেন্দ্র। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ব্যবহৃত মাইক্রোসফট সামগ্রীর নিরাপত্তা নিশ্চিত করা। গত মাসে বেজিংয়ে মাইক্রোসফটের অনুরূপ একটি কেন্দ্র খোলার কথা থাকলেও বিশেষ কারণে সেটি পিছিয়ে দেয়া হয়েছে। মাইক্রোসফটের এটি তৃতীয় নিরাপত্তা কেন্দ্র। পর্যবেক্ষকদের ধারণা, চীনকে বিবেচনায় রেখেই মাইক্রোসফট এ অঞ্চলে সাইবার নিরাপত্তা জোরদার করার দিকে মন দিয়েছে। মাইক্রোসফট জানিয়েছে, মোটামুটিভাবে ৪০টি দেশ ও আন্তর্জাতিক সংস্থাকে এই কর্মসূচীর আওতায় আনা হয়েছে। এর মধ্যে এশিয়ায় রয়েছে ১০টি দেশ। -ফর্চুন
×