ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রামেকে ৪ ঘণ্টা পর ইন্টার্ন ডাক্তারদের ধর্মঘট প্রত্যাহার

প্রকাশিত: ০৫:৫৭, ৬ অক্টোবর ২০১৬

রামেকে ৪ ঘণ্টা পর ইন্টার্ন ডাক্তারদের ধর্মঘট প্রত্যাহার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রোগীর স্বজনদের হাতে লাঞ্ছিত হওয়াকে কেন্দ্র করে অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। রামেক ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম অপু এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার দুপুরে হাসপাতালে দায়িত্ব পালন করতে গিয়ে রোগীর স্বজনদের হাতে লাঞ্ছিত হয়েছিলেন অপু। এর প্রতিবাদেই বুধবার দুপুর ২টা থেকে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের ডাকে ধর্মঘট শুরু হয়। চার ঘণ্টা পর সন্ধ্যা ৬টায় ধর্মঘট প্রত্যাহার করা হয়। শফিকুল ইসলাম অপু বলেন, বুধবার বিকেলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএফএম রফিকুল ইসলাম ইন্টার্ন চিকিৎসক পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে জরুরী সভা করেন। এ সময় তিনি মঙ্গলবারের ঘটনার জন্য থানায় মামলা করার সিদ্ধান্তের কথা তাদের জানান। এছাড়া ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে শৃঙ্খলা বজায় রাখতে হাসপাতালে দর্শনার্থী প্রবেশেও কড়াকড়ি করার আশ্বাস দেন তিনি। তার এই আশ্বাসের পর ইন্টার্ন চিকিৎসকরা ধর্মঘট প্রত্যাহার করেন। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে তারা ওয়ার্ডেও ফিরে গেছেন। উল্লেখ্য, হাসপাতালের পাঁচ নম্বর ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন রাজশাহী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র জনি আহমেদ। মঙ্গলবার দুপুরে তাকে দেখতে ওই ওয়ার্ডে তার ১৩ বন্ধু যান। ওই ওয়ার্ডে ইন্টার্ন চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন রামেক ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম অপু।
×